বৃহস্পতিবার ● ১৮ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » নতুন বছরে ১০ মিলিয়ন ব্যবহারকারী যুক্ত করতে চায় ইমো
নতুন বছরে ১০ মিলিয়ন ব্যবহারকারী যুক্ত করতে চায় ইমো
গত বছরে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমো’র প্রধান লক্ষ্য ছিলো অ্যাকাউন্টের সুরক্ষা নিশ্চিত করা। ইমো সূত্র অনুযায়ী, বছর শেষে ইমো অ্যাকাউন্ট হ্যাকিং কমেছে ১৭ শতাংশ। নতুন বছর ২০২৪ সালে শতভাগ সুরক্ষার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। এ বছর আরও ১০ মিলিয়ন নতুন ব্যবহারকারীকে সংযুক্ত করার ব্যাপারে আশাবাদী প্লাটফর্মটি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইমো বিশ্বের প্রায় ২০০ মিলিয়ন মানুষকে ৬২টি ভাষায় যোগাযোগ স্থাপনে সহায়ক ভূমিকা পালন করছে। ইমো’র তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশী ইমো ব্যবহারকারীরা ১০১ বিলিয়ন মেসেজ, ৯১.৬ বিলিয়ন অডিও-ভিডিও কল এবং ৬৭৬ মিলিয়ন গ্রুপ কল করেছে, যার মধ্যে আন্তর্জাতিক কলের সংখ্যা ছিল ৩৫.৮ বিলিয়ন। গত বছর বাংলাদেশে ইমো ব্যবহারকারীরা গড়ে ৭৩০ বার ইমো ব্যবহার করেছে। এ কারণে ২০২৪ সালে অডিও-ভিডিও কলের মান উন্নত করার জন্য কাজ করবে ইমো। এ লক্ষ্যে চলতি মাসেই ২কে এইচডি ভিডিও ফিচার নিয়ে আসার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
এছাড়াও ইমো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ চলতি বছর কৃত্রিম বুদ্ধিমত্তা (এইআই) এবং ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) নিয়ে কাজ করবে। এ দুই প্রযুক্তির সমন্বয়ে ইমো অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা ও উদ্ভাবনী প্রযুক্তির সাহায্যে বৈচিত্র্য আনার চেষ্টা করবে ইমো’র গবেষণা দল।
ইমো’র কমুনিকেশন্স বিভাগের সিনিয়র ম্যানেজার জাভিয়ের চু বলেন, ‘যেকোনো ধরনের যোগাযোগের ক্ষেত্রে ইমো সবার প্রথম পছন্দ হয়ে উঠতে চায়। সামগ্রিকভাবে আমরা সাধারণ মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাবো।’ সংবাদ বিজ্ঞপ্তি।