বুধবার ● ১৭ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশের বাজারে নতুন স্মার্টফোন আইটেল এস ২৩+
দেশের বাজারে নতুন স্মার্টফোন আইটেল এস ২৩+
স্মার্টফোন ব্র্যান্ড আইটেল দেশের বাজারে উন্মোচন করলো ফ্ল্যাগশিপ স্মার্টফোন আইটেল এস ২৩+। এর ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড স্ক্রিনটি ৫৯-ডিগ্রি কার্ভড। ডিসপ্লে প্রটেকশনের জন্য এতে আছে কর্নিং গরিলা গ্লাস ৫ টেকনোলজি। এই ফোনে সিকিউরিটির জন্য আছে ফাস্ট ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ফোনটির আইটেল ওস১৩ এবং আভ্যানা জিপিটি ভয়েস অ্যাসিস্ট্যান্টের সাহায্যে ইউজারদের স্মার্টফোন অভিজ্ঞতা আরও সহজ ও স্মার্ট হবে। এই ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফোন কল, হোয়াটসঅ্যাপ, মিউজিক, এসএমএস, আবহাওয়া, ম্যাপ, অ্যালার্ম, সার্চ, অনুবাদ এবং আরও অনেক কিছুতে কাজে লাগবে।
টি৬১৬ প্রসেসর সমৃদ্ধ স্মার্টফোনটিতে আরও রয়েছে ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি পর্যন্ত র্যাম (৮জিবি + ৮জিবি এক্সটেন্ডেড), ১৮ ওয়াট ফাস্ট চার্জার, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল হাই ডেফিনিশন ব্যাক ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল এআই সেলফি ক্যামেরা। স্মার্টফোনটির দাম ১৯ হাজার ৯৯০ টাকা। সংবাদ বিজ্ঞপ্তি।