বুধবার ● ১৭ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » পাঠাও বাইকে সেফটি কভারেজ
পাঠাও বাইকে সেফটি কভারেজ
পাঠাও রাইডার এবং ইউজার উভয়ের জন্য নিয়ে এসেছে ‘সেফটি কভারেজ’ নামক ইন্স্যুরেন্স সুবিধা। অ্যাপে রাইড চলাকালীন সময়ে যেকোনো দূর্ঘটনার ক্ষেত্রে রাইডার ও ইউজার উভয়ে এই সুবিধা পাবেন। এর আওতায় একজন ইউজার ৫ হাজার টাকা পর্যন্ত পার্সোনাল এক্সিডেন্ট কভারেজ ও ১ লাখ টাকা পর্যন্ত মেডিকাল কভারেজ ক্লেইম করতে পারবেন। সেইফটি কভারেজপাঠাও বাইকে সেফটি কভারেজ ক্লেইম করার জন্য রয়েছে ক্লেইম সাবমিশন প্রসেস, যা ১০ কর্ম দিবসের মধ্যে ইউজার এবং রাইডার উভয়েই ক্লেইম করে নিয়ে নিতে পারবেন।
উল্লেখ্য, পাঠাওর রয়েছে ১ কোটিরও বেশি গ্রাহক এবং ৩ লক্ষ চালক-ডেলিভারি এজেন্ট, ৩০ হাজার মার্চেন্ট ও ১০ হাজার রেস্টুরেন্টের সুবিশাল নেটওয়ার্ক। সংবাদ বিজ্ঞপ্তি।