বৃহস্পতিবার ● ১১ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আন্তর্জাতিক জার্নালে গবেষনাপত্র প্রকাশের কৌশল নিয়ে ইন্টারএকটিভ সেশন
আন্তর্জাতিক জার্নালে গবেষনাপত্র প্রকাশের কৌশল নিয়ে ইন্টারএকটিভ সেশন
বাংলাদেশ ইনোভেশন ফোরাম ও ই-জার্নালের আয়োজনে গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক জার্নালে গবেষনাপত্র প্রকাশের কৌশল নিয়ে একটি ইন্টারএকটিভ সেশন। অনলাইনে আয়োজিত এ সেশনে গবেষনাপত্র কিভাবে লিখতে হয় এবং কিভাবে আন্তর্জাতিক জার্নালে প্রকাশ করতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজনটিতে সারা বাংলাদেশ থেকে প্রায় ১০ হাজার গবেষক সংযুক্ত হয়।
সেশনে মূল প্রবন্ধ উস্থাপন করেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এর প্রো-ভাইস চ্যান্সেলর ড. মোঃ আব্দুর রহমান। কিভাবে একটি গবেষনার টপিক নির্ধারন করতে হয়, পরবর্তীতে এই টপিককে কেন্দ্র করে কিভাবে রিসার্চ মেথডলজি তৈরি করতে হয়, পেপার লিখতে কতগুলো ধাপ অতিক্রম করতে হয়, জাতীয় ও আন্তর্জাতিক জার্নালগুলোতে নিজের গবেষনাপত্র প্রকাশ করার প্রসেসগুলো কি কি ইত্যাদি বিষয় নিয়ে তিনি এ সময় বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের স্নাতক পড়ার সময় থেকেই একজন শিক্ষার্থী গবেষণা ও নিবন্ধ প্রকাশে মনোযোগী হতে পারেন।
আয়োজনটি পরিচালনা করেন বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু। তিনি বলেন, এ ধরনের আয়োজনের ম্যাধমে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হয়। ফলে এ ধরেনের উদ্যোগ আমরা ভবিষ্যতেও অব্যাহত রাখব।
আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান ই-জার্নাল (ইলেক্ট্রনিক্স জার্নাল ম্যানেজমেন্ট সিস্টেম) এর কার্যক্রম নিয়ে একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।