মঙ্গলবার ● ৯ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলালিংক অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য আড়ং এ ছাড়
বাংলালিংক অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য আড়ং এ ছাড়
ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক সম্প্রতি আড়ং এর সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে বাংলালিংক অরেঞ্জ ক্লাব সদস্যরা আড়ং এ কেনাকাটায় বিশেষ ছাড় পাবেন। বাংলালিংকের কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজম্যান্ট ডিরেক্টর রফিক আহমেদ ও আড়ং এর হেড অব ই-কমার্স তামজিদ বিন আনিস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির ফলে, বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা জানুয়ারি মাস জুড়ে আড়ং-এ নূন্যতম ৪০০০ টাকা খরচ করলে পাবেন ১০% ডিসকাউন্ট। গ্রাহকরা মাইবিএল সুপার অ্যাপ ব্যবহার করে অথবা “BLAARONG” লিখে ৫৬৭৮ নম্বরে এসএমএস পাঠিয়ে এই অফারটি নিতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ, লয়্যালটি প্রোগ্রাম সিনিয়র ম্যানেজার জাইন জামান, লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার রাবিতা জাহান প্রিয়তা, কর্পোরেট গ্রুপ ম্যানেজার এ.এন.এম. সালেহ আকরাম, কর্পোরেট অ্যাকাউন্ট ম্যানেজার তামজিমা আকবর রাইদা, আড়ং-এর ই-কমার্স আইটি বিভাগের ডিজিএম অতনু ভক্ত ও সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার ফাহাদ বিন রহমান।
উল্লেখ্য, অরেঞ্জ ক্লাব হল বাংলালিংকের একটি লয়্যালটি প্রোগ্রাম, যার মাধ্যমে বাংলালিংকের বিশেষ গ্রাহকদেরকে শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো থেকে বিভিন্ন আকর্ষণীয় সুবিধা প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।