বুধবার ● ৩ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » হুয়াওয়ে ও ইজেনারেশনের যৌথ উদ্যোগে ব্যবসায় ডিজিটাল ট্রান্সফরমেশন বিষয়ক সেমিনার
হুয়াওয়ে ও ইজেনারেশনের যৌথ উদ্যোগে ব্যবসায় ডিজিটাল ট্রান্সফরমেশন বিষয়ক সেমিনার
হুয়াওয়ে দক্ষিণ এশিয়া এবং তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ইজেনারেশন লি. যৌথভাবে সম্প্রতি ‘ডিজিটাল ট্রান্সফর্মেশন ফর কন্টিনিউয়াস বিজনেস গ্রোথ’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। সেমিনারে ডিজিটাল ট্রান্সফরমেশনের সাম্প্রতিক উদ্ভাবনগুলো প্রদর্শনের পাশাপাশি হুয়াওয়ের অত্যাধুনিক প্রযুক্তিসলিউশন যথা আইপি ও ডেটাকম, ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স) ও ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) এবং মডুলার ডেটা সেন্টার (এমডিসি) সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। ঢাকার হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে অনুষ্ঠিত এই সেমিনারে আইসিএক্স প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।
সেমিনারে হুয়াওয়ে ও ইজেনারেশনের পক্ষ থেকে ‘ডিজিটাল ট্রান্সফরমেশন উইথ হুয়াওয়ে সলিউশন: আইপি ও ডাটাকম’; ‘ডিজিটাল ট্রান্সফরমেশন ফর কন্টিনিউস বিজনেস উইথ হুয়াওয়ে সলিউশন: আইসিএক্স ও আইজিডব্লিউ’ এবং ‘ডিজিটাল ট্রান্সফরমেশন উইথ হুয়াওয়ে সলিউশন: এমডিসি’ এর উপর প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইজেনারেশন লি. এর স্ট্রাটেজিক সেলস বিভাগের পরিচালক এমরান আবদুল্লাহ, চেয়ারম্যান এসএম আশরাফুল ইসলাম, হুয়াওয়ে দক্ষিণ এশিয়া এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের ডেপুটি সিইও ঝ্যাংচেং (জাস্টিন) প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।