মঙ্গলবার ● ২ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » অ্যাকাউন্ট সুরক্ষায় ইমো’র পাসকিজ ফিচার
অ্যাকাউন্ট সুরক্ষায় ইমো’র পাসকিজ ফিচার
অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি প্রযুক্তি ব্যবহার করে সম্প্রতি ‘পাসকিজ’ ফিচার উন্মোচন করেছে ইমো। পাসকিজ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা পাসওয়ার্ড ছাড়াই অ্যাপে লগ ইন করতে পারবে। ব্যবহারকারীরা এখন বায়োমেট্রিক সুবিধা, যেমন: ফিঙ্গারপ্রিন্ট, ফেস রিকগনিশন অথবা পিন ব্যবহার করে অ্যাকাউন্ট আনলক করতে পারবেন। এ প্রযুক্তিতে ফিঙ্গারপ্রিন্ট ও ফেসিয়াল রিকগনিশন ব্যবহার করে ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করা হয়; তাই, ব্যবহারকারীদের সুরক্ষা সংক্রান্ত উদ্বেগ কমাতেও ভ‚মিকা রাখবে সম্প্রতি উন্মোচিত হওয়া ইমোর এ ফিচার।
উল্লেখ্য, বৈশ্বিক অনেক প্রতিষ্ঠান এসএমএস-ভিত্তিক টু-ফ্যাক্টর অথেকটিকেশনের ঝামেলা দূর করতে পাসকিজ প্রযুক্তি ব্যবহার করছে। সংবাদ বিজ্ঞপ্তি।