মঙ্গলবার ● ৩ জুলাই ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » বেসিস নির্বাচন সম্পন্ন,টিম-৩৬০ ডিগ্রি প্যানেল বিজয়ী (ভিডিও)
বেসিস নির্বাচন সম্পন্ন,টিম-৩৬০ ডিগ্রি প্যানেল বিজয়ী (ভিডিও)
২ জুলাই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০১২-১৪ মেয়াদের নির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
ঢাকার কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের পঞ্চম তলায় বেসিস অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচন বোর্ড সর্বোচ্চ ভোট প্রাপ্ত ৮ জনকে সাধারন সদস্য শ্রেণীতে এবং ১ জনকে সহযোগী সদস্য শ্রেণীতে নির্বাচিত ঘোষণা করে ।
দুইটি প্যানেলের মধ্যে টিম-৩৬০ ডিগ্রি নামের প্যানেলের সবাই বিজয়ী হন । বিজয়ী প্রার্থীরা হলেন: এ কে এম ফাহিম মাশরুর(১৮৭ ভোট),নাভিদ-উল-হক(১৬৬ ভোট), শাহ ইমরাউল কায়ীস(১৫৮ ভোট), এম রাশিদুল হাসান(১৯৫ ভোট), এ বি এম রিয়াজুদ্দিন মোশারফ(১৭২ ভোট), রাসেল টি আহমেদ(১৭৮ ভোট), শামীম আহসান(১৮৭ ভোট), সৈয়দ আলমাস কবির(১৭৮ ভোট) ও সহযোগী সদস্য উত্তম কুমার পাল(৩৮ ভোট)।
অপর প্যানেল অ্যাকশন টিমের প্রার্থীরা ভোট পেয়েছেন : এস কবির আহমেদ (১২৭ ভোট), শাফকাত হায়দার (১১৮ ভোট), শেখ এ শাহিদ(৯৯ ভোট), সায়েদুল ইসলাম মজুমদার(৯৫ ভোট), ইমতিয়াজ আহমেদ খান (৭৯ ভোট), মো. রফিকুল ইসলাম(৭০ ভোট), কাজী জাহিদুল আলম(৫২ ভোট), কাজী হাসান মুজাহিদ (৫৯ ভোট) ও আরিফ আহমেদ চৌধুরী (২৩ ভোট) ।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান স্বদেশ রঞ্জন সাহা জানান, নির্বাচনে সাধারণ সদস্য ৩১০ জন এবং সহযোগী সদস্য ১০৪ জন-মোট ৪১৪ জন ভোটার ছিলেন । এর মধ্যে সাধারণ সদস্য শ্রেণীতে ২৬৭ জন এবং সহযোগী সদস্য শ্রেণীতে ৭১ জনসহ মোট ৩৩৮ জন ভোট প্রদান করেন । ৪ জুলাই নির্বাচিত ৯ জন পরিচালকদের পদ বণ্টনের নির্বাচন অনুষ্ঠত হবে।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান স্বদেশ রঞ্জন সাহা এবং দুই সদস্য কে আতিক-ই-রাব্বানী ও বীরেন অধিকারী ভোট গ্রহণ ও গণনার কর্মকাণ্ড পরিচালনা করেন। এ ছাড়া নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে ছিলেন এ তৌহিদ এবং সদস্য হিসেবে কামরুল ইসলাম ও মো. সবুর খান ।