শুক্রবার ● ২৯ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ড্যাফোডিল ইউনিভার্সিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের সফলতা উদযাপন
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের সফলতা উদযাপন
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের সফলতা উদযাপন ২০২৩ উপলক্ষ্যে গত ২৮ ডিসেম্বর রাজধানীর সোবহানবাগস্থ ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. সৈয়দ আখতার হোসেন। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রধান ও উদযাপন কমিটির আহ্বায়ক সরওয়ার হোসাইন মোল্লাহ’র সভাপতিত্বে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাণিজ্য ও উদ্যোক্তা বৃত্তি অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মাসুম ইকবাল, স্টুডেন্ট এফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. সৈয়দ মিজানুর রহমান ও ক্যারিয়ার ডেভেলাপমেন্ট সেন্টারের পরিচালক ড. তানভীর আবীর।
সংবাদ সম্মেলনে বর্তমান সময়ের সর্বাধিক আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফলতার চিত্র তুলে ধরা হয়। অনুষ্ঠানে জানানো হয়, ২০১৯ সালে প্যানডেমিকের আগে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খানের প্রচেষ্টায় বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের বিভিন্ন বিভাগের পাঠ্যক্রমে মেশিন লার্নিং, ডাটা মাইনিং এবং ডাটা সাইন্স সংযোজন করা হয় এবং শ্রেনী কক্ষে শিক্ষক মন্ডলীরা সফলভাবে বিভিন্ন প্রকল্পে উক্ত প্রযুক্তির প্রয়োগ ঘটান। এর ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ জনবল তৈরীর লক্ষ্যকে সামনে রেখে প্রনয়ন করা হয়েছে মাস্টার্স ইন এ আই প্রোগ্রাম। কম্পিউটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের তত্ত্বাবধানে এই প্রোগ্রামটি আগামী বছর চালু হবে। একই সাথে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের বিভিন্ন বিভাগের অধীনে পরিচালিত আন্ডারগ্রেড প্রোগ্রামগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রযুক্তির ব্যবহার সংযোজিত হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।