শুক্রবার ● ২৯ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » টিকটকের বার্ষিক প্রতিবেদন ‘ইয়ার অন টিকটক ২০২৩’ প্রকাশ
টিকটকের বার্ষিক প্রতিবেদন ‘ইয়ার অন টিকটক ২০২৩’ প্রকাশ
টিকটক সম্প্রতি প্রকাশ করেছে বার্ষিক ‘ইয়ার অন টিকটক ২০২৩’ প্রতিবেদন। টিকটকের হেড অফ অপারেশনস অ্যাডাম প্রেসার বলেন, ইয়ার অন টিকটক ২০২৩ এর মাধ্যমে আমাদের লক্ষ্য বৈচিত্র্যময় এবং স্মরণীয় মুহূর্তগুলো উদযাপন করা যা বছরের পর বছর ধরে আমাদের প্ল্যাটফর্মকে সংজ্ঞায়িত করেছে। সৃজনশীলতার পাশাপাশি আনন্দময় আরেকটি বছরের জন্য আমরা কনটেন্ট ক্রিয়েটরদের কৃতজ্ঞতা জানাই।
টিকটকের দক্ষিণ এশিয়ার অপারেশনস লিড পূজা দত্ত বলেন, বাংলাদেশে টিকটকের ২০২৩ সালের যাত্রার প্রতিফলন ঘটিয়ে আমরা আমাদের প্ল্যাটফর্মে সৃজনশীলতা ও সংস্কৃতির সংমিশ্রণ করতে পেরে আনন্দিত। আমরা গর্বিত, কারণ টিকটক বাংলাদেশী সৃজনশীলতা ও সংস্কৃতির কেন্দ্র হয়ে উঠেছে, যা স্থানীয় ও বিশ্বব্যাপী প্রতিধ্বনিত হচ্ছে।
‘ইয়ার অন টিকটক ২০২৩’ প্রতিবেদনটি বিভিন্ন বিষয়বস্তুর সংমিশ্রণ যা সারা বছর ধরে প্ল্যাটফর্মটিকে আলোকিত করেছে। এর মধ্যে রয়েছে #ForYou Faves, যা বাংলাদেশ এবং বিশ্বব্যাপী ব্যবহারকারীদের মুগ্ধ করে এমন ট্রেন্ডিং ভিডিওগুলোকে হাইলাইট করে। প্লে-লিস্ট বিভাগটি বছরের শীর্ষস্থানীয় গানগুলোকে সামনে এনেছে যার মাধ্যমে টিকটক ব্যবহারকারীর অভিজ্ঞতাকে সংগীতের প্রবণতার সাথে প্রতিফলিত করছে। হিটমেকারস বিভাগটি সেই শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানায় যাদের সঙ্গীত ২০২৩ সালে টিকটকের দৃশ্যে আধিপত্য বিস্তার করেছে, যারা টিকটকের সংগীতের প্রাকৃতিক দৃশ্যের সমার্থক হয়ে উঠেছে তাদের তুলে ধরে। সংবাদ বিজ্ঞপ্তি।