সোমবার ● ২ জুলাই ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ডিবিবিএল ও এয়ারটেলের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
ডিবিবিএল ও এয়ারটেলের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
ডাচ্-বাংলা ব্যাংক (ডিবিবিএল) ও এয়ারটেলের মধ্যে গতকাল একটি চুক্তি ব্যাংকের প্রধান কার্যালয়ে স্বারিত হয়েছে। এয়ারটেলের চিফ ফিন্যান্সিয়াল অফিসার সোমিও কান্তি মুখোপাধ্যায় এবং ডাচ্-বাংলা ব্যাংকের পার্সোনাল ব্যাংকিং ডিভিশনের প্রধান মো: কামরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিপত্র স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে এয়ারটেলের গ্রাহকেরা ডাচ্-বাংলা ব্যাংকের এটিএমস, ইন্টারনেট ব্যাংকিং এবং ই-পেমেন্ট গেটওয়ের মাধ্যমে তাদের প্রি-পেইড ও পোস্ট-পেইড বিল পরিশোধ করতে পারবেন।
এয়ারটেলের চিফ সার্ভিস অফিসার রুবাবা দৌলা, সার্ভিস এক্সপেরিয়েন্সের প্রধান নীলুৎপলা শর্মা ও ট্রেজারি ডিভিশনের প্রধান মো: নাজমুল হাসান, ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ ও উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো: শিরিন এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।