সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ২৫, ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
শনিবার ● ৩০ জুন ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » নতুন সিইওর অধীনেও শঙ্কামুক্ত নয় সনি
প্রথম পাতা » প্রধান সংবাদ » নতুন সিইওর অধীনেও শঙ্কামুক্ত নয় সনি
৪৬৭ বার পঠিত
শনিবার ● ৩০ জুন ২০১২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতুন সিইওর অধীনেও শঙ্কামুক্ত নয় সনি

নতুন সিইওর অধীনেও শঙ্কামুক্ত নয় সনিইলেকট্রনিক পণ্য নির্মাতা জাপানি প্রতিষ্ঠান সনির আধিপত্য আগের তুলনায় নামমাত্র আছে বলা চলে। নানা রদবদল আনা হয়েছে প্রতিষ্ঠানটির কাঠামোয়। কিছু দিন আগে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন কাজুও হিরাই। তবে কোনো উদ্যোগই ফলপ্রসূ হচ্ছে না। টোকিওতে গত সপ্তাহে অনুষ্ঠিত হয় সনির শেয়ারহোল্ডার সভা। এতে বিনিয়োগকারীদের নানা জিজ্ঞাসারও জবাব দেয়ার পাশাপাশি তুলে ধরা হয় ভবিষ্যত্ পরিকল্পনা।
সভায় অংশ নেন রেকর্ড ৯ হাজার বিনিয়োগকারী। তাদের মূল আগ্রহ ছিল সনির ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা নিয়ে। কয়েক বিনিয়োগকারী তাদের হতাশার কথা খোলাখুলি জানান। বেশির ভাগ বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করেন। এমন নাজুক অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পরিচালনা পর্ষদে নতুন মুখ দেখার কথাও প্রস্তাব করেন তারা।
এক সময়ের তুমুল জনপ্রিয় প্রতিষ্ঠানটি ভোক্তাকে উপহার দিয়েছে গান শোনার জনপ্রিয় গ্যাজেট ওয়াকম্যান, ট্রিনিট্রন টেলিভিশনসহ আরও অনেক কিছু। তবে ৬৬ বছরের ইতিহাসে সবচেয়ে বাজে সময় পার করেছে গত অর্থবছরে। মার্চে শেষ হওয়া অর্থবছরে প্রতিষ্ঠানটির লোকসান ৫৭০ কোটি ডলার। এমন মন্দার পেছনে যে কেবল সনির ব্যর্থতাই দায়ী- বিষয়টি এমন নয় বলে মনে করেন বিশ্লেষকরা। জাপানের সুনামি ও থাইল্যান্ডের ভয়াবহ বন্যা সনির নেতিবাচক পরিস্থিতির অন্যতম কারণ।
প্রতিষ্ঠানটি নানা পণ্যের ক্ষেত্রে বাজার হারিয়েছে অ্যাপল, স্যামসাং ও এলজির কাছে। টিভি ব্যবসায় ৮ বছর ধরে অব্যাহত লোকসানের মধ্যে রয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমান সিইও কাজুও হিরাই বলেন, ‘সনির ইলেকট্রনিক পণ্য ব্যবসার মন্দা ভাব আমরা খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছি।’
বিশ্লেষকরা জানান, একসময় জাপানের সার্বিক অর্থনীতির জন্যও সনিকে গুরুত্বপূর্ণ মনে করা হতো। তবে গত এক দশকে দৃশ্যপটে পরিবর্তন এসেছে। যে মিউজিক প্লেয়ার নিয়ে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করে সনি, সেখানেও ব্যর্থ প্রতিষ্ঠানটি। সমালোচকদের মতে, সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এমপি থ্রি ফরম্যাটে মানিয়ে নিতে দেরি করা এ গ্যাজেট নিয়ে পিছিয়ে পড়া অন্যতম কারণ।
হিরাইয়ের আগে সিইওর দায়িত্ব পালন করেন হাওয়ার্ড স্ট্রিংগার। তিনি ৭ বছর ধরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। এক বিনিয়োগকারী তার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। প্রতিষ্ঠানটির মন্দার মুখে তার পদ আঁকড়ে থাকার কারণ জানতে চাওয়া হয় এ সময়।
সভায় সনির পক্ষ থেকে জানানো হয়, ঘুরে দাঁড়াতে সেন্সর প্রযুক্তি, সম্প্রচার যন্ত্রাংশ ও ডিজিটাল ক্যামেরায় মনোযোগী হতে হবে। তবে এসব ক্ষেত্রেও সনির প্রধান প্রতিদ্বন্দ্বী হবে স্যাসমাং। কাজুও হিরাই এর আগে সনির গেম বিভাগের দায়িত্ব পালন করেছিলেন। তিনি গেমিং গ্যাজেট নিয়েও আশাবাদ ব্যক্ত করেন। সেখানেও রয়েছে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান মাইক্রোসফট ও নিনতেনদো। এ ছাড়া গেমিং যন্ত্র হিসেবে ট্যাবলেট ও স্মার্টফোন জনপ্রিয় হয়ে ওঠায় সনির পরিকল্পনার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন বিশ্লেষকরা।
এত দুর্দশার পরেও ফুরিয়ে যায়নি সনি। নতুন নির্বাহী হিরাইয়ের অধীনে সনি ঘুরে দাঁড়াতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন টকাই টোকিও রিসার্চ সেন্টারের জ্যেষ্ঠ বিশ্লেষক কোইচিরো হাগিওয়ারা। তার মতে, বিনোদন পণ্যের ব্যাপারে হিরাইয়ের দক্ষতা অসাধারণ। তিনি বলেন, হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সমন্বয়ের কথা অনেকেই বলেন, কিন্তু এ সমন্বয় দৃশ্যমান কোনো ব্যাপার নয়। তার পরও এগুলো যদি কেউ দেখতে পান, তিনি কাজুও হিরাই।
টেলিকম খাতে সুইডেনের এরিকসনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল সনির। কয়েক মাস আগে সে সম্পর্কের ইতি টানা হয়। এর পর থেকে কেবল সনির ব্যানারে অনেকগুলো স্মার্টফোন এনেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে স্মার্টফোনের বাজারেও ভালো অবস্থান দখল করার আশা করছে প্রতিষ্ঠানটি।
দুর্দশায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মতো সনিও কর্মী ছাঁটাই করছে। কিছুদিন আগে বিশ্বের নানা জায়গা থেকে মোট কর্মীর ৬ শতাংশ বা ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন হিরাই।
বিনিয়োগকারীদের সমাবেশে নানা বিষয় তুলে ধরলেও প্রতিযোগিতার কৌশল হিসেবে নতুন পণ্যের ব্যাপারে বিস্তারিত জানাতে অস্বীকার করেন তিনি। তবে স্বীকার করেছেন বিভিন্ন উদ্যোগের ফলেও রাতারাতি ঘুরে দাঁড়াতে পারবে না সনি। তিনি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে ক্রেতারা আমাদের পণ্য পছন্দ করছেন। তাদের মধ্যে সনির পণ্য সম্পর্কে কৌতূহল তৈরি করতে হবে। আমি প্রথমেই চাইব সনির বিনিয়োগকারীরা উপলব্ধি করুক, সনিতে পরিবর্তন এসেছে।’
সভায় আশা-নিরাশার অনেক কথা বলা হলেও সব বিনিয়োগকারীই আশ্বস্ত নন সনির ভবিষ্যত্ নিয়ে। সনির ৫ হাজার শেয়ার রয়েছে টোকিওর বিনিয়োগকারী কাজুও বান্দোর মালিকানায়। তিনি বলেন, ‘পরিচালনা পর্ষদ ব্যর্থ হয়েছে। আমি উদ্বিগ্ন, প্রচুর অর্থ খুইয়েছি আমি।’



প্রধান সংবাদ এর আরও খবর

মেডিকেল প্রফেশনালদের জন্য কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু মেডিকেল প্রফেশনালদের জন্য কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু
দেশে যুক্তরাজ্যভিত্তিক ইংরেজি শেখার অ্যাপ ‘পারলো’ দেশে যুক্তরাজ্যভিত্তিক ইংরেজি শেখার অ্যাপ ‘পারলো’
৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা আঞ্চলিক আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগীতা-২০২৪ ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা আঞ্চলিক আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগীতা-২০২৪
২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি ২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি
দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি
বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন
সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি
নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’ নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’
দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস
টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু

আর্কাইভ

মেডিকেল প্রফেশনালদের জন্য কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু
দেশে যুক্তরাজ্যভিত্তিক ইংরেজি শেখার অ্যাপ ‘পারলো’
৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা আঞ্চলিক আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগীতা-২০২৪
২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি
দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি
বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন
সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি
নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’
দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস
টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু