মঙ্গলবার ● ১৯ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » নতুন পণ্য » বাজারে লেনোভোর চারটি নতুন ল্যাপটপ
বাজারে লেনোভোর চারটি নতুন ল্যাপটপ
বাংলাদেশের বাজারে লেনোভোর চারটি নতুন ল্যাপটপ নিয়ে এল টগি সার্ভিসেস লিমিটেড। গতকাল সোমবার রাতে রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পণ্যগুলো বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, লেনোভোর সর্বশেষ প্রজন্মের লিজিয়ন, ইয়োগা ল্যাপটপ কম্পিউটার এবং আইডিয়াপ্যাডের চারটি নতুন মডেল দেশের বাজারে পাওয়া যাবে। এ সময় উপস্থিত ছিলেন টগি সার্ভিসেস লিমিটেডের হেড অব বিজনেস, ইউজার কম্পিউটিং অ্যান্ড প্রিন্টিং এ এস মোহাম্মদ মোস্তফা মনোয়ার, টগি সার্ভিসেসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আবু তৈয়ব, লেনোভো বাংলাদেশের ব্যবস্থাপক (বিক্রয়) রাশেদ কবির প্রমুখ।
সম্মেলনে বক্তারা জানান, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য দরকার ভালো মানের প্রযুক্তিপণ্য। লেনোভোর চারটি ল্যাপটপ আধুনিক সব সুবিধাসমৃদ্ধ। লেনোভোর লিজিয়ন ওয়াই৭৪০, ইয়োগা এস৭৩০ এবং আইডিয়াপ্যাড এস৫৪০ ও সি৩৪০ ব্যবহারকারীদের দেবে কম্পিউটারে কাজ করার এক নতুন অভিজ্ঞতা। লিজিয়ন ওয়াই৭৪০ ল্যাপটপে আছে শক্তিশালী গ্রাফিকস কার্ড।
ফলে এটি গেম খেলোয়াড়দের পছন্দের তালিকায় থাকবে। যাঁরা কম ওজনের কিন্তু শক্তিশালী প্রসেসর এবং দীর্ঘক্ষণ চলে এমন ল্যাপটপ চান, তাঁদের জন্য আইডিয়াপ্যাড এস৫৪০ ও সি৩৪০ হবে কার্যকর সমাধান।
টগি সার্ভিসেসের বাজারজাত করা এই কম্পিউটারগুলো তাদের পুনর্বিক্রেতাদের মাধ্যমে বাংলাদেশের সর্বত্র পাওয়া যাবে।