মঙ্গলবার ● ১২ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » আয় না হলে অ্যাকাউন্ট বাতিল করবে ইউটিউব
আয় না হলে অ্যাকাউন্ট বাতিল করবে ইউটিউব
চ্যানেল নিয়ন্ত্রণে নতুন ‘টার্মস অব সার্ভিস’ চালু করছে ইউটিউব। নতুন এ নীতিমালায় বলা হয়েছে, বাণিজ্যিকভাবে টেকসই না হলে বন্ধ করে দেওয়া হবে ইউটিউব অ্যাকাউন্ট। অর্থাৎ ভিডিও থেকে বিজ্ঞাপনের মাধ্যমে আয় না হলে বা অ্যাকাউন্টধারী ব্যক্তিরা ইউটিউবের আয় বৃদ্ধিতে ভূমিকা না রাখলে তাদের অ্যাকাউন্ট বাতিল করবে ইউটিউব কর্তৃপক্ষ।
সব কিছু ঠিক থাকলে ১০ ডিসেম্বর থেকে এ নীতিমালা বাস্তবায়ন করা হতে পারে। এরই মধ্যে চ্যানেল বা কন্টেন্ট নির্মাতাদের কাছে এ বিষয়ে নোটিফিকেশন বার্তাও পাঠিয়েছে তারা।