বুধবার ● ৬ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » ফায়ারফক্সে থাকুন নিরাপদ
ফায়ারফক্সে থাকুন নিরাপদ
মজিলা ফায়ারফক্সের নতুন সংস্করণে যুক্ত হয়েছে ট্র্যাকিং প্রোটেকশন বা প্রতিরোধ-সুবিধা। মানে ওয়েবে কেউ আপনাকে অনুসরণ করতে চাইলে বাধা দেওয়া হবে। আর যে যে ওয়েবসাইট আপনাকে গত এক সপ্তাহে ট্র্যাক করার চেষ্টা করেছে, কিন্তু ফায়ারফক্সের বাধার কারণে পারেনি, সেগুলো প্রতিবেদন আকারে দেখা যাবে।
প্রতিবেদনটি দেখতে নিচের ধাপগুলো অনুসরণ করুন-
ফায়ারফক্সের ৭০ নম্বর সংস্করণে হালনাগাদ করা না থাকলে নামিয়ে ইনস্টল করে নিন।
ব্রাউজারে ওয়েব ঠিকানা লেখার জায়গার বাঁয়ে শিল্ড আইকনে ক্লিক করুন। ফায়ারফক্স যদি কোনো ট্র্যাকার শনাক্ত না করে তবে আইকনটি ধূসর দেখাবে। আর ট্র্যাকার পেলে বেগুনি রঙের হবে।
Blocked অংশে যে ওয়েবসাইটগুলো আপনাকে ট্র্যাক করার চেষ্টা করছে, সেগুলো দেখাবে। যেকোনো শিরোনামে ক্লিক করলে বিস্তারিত প্রতিবেদন পাবেন।
নিচের দিকে Protection Settings নির্বাচন করলে বিভিন্ন অপশন পাবেন। ঠিক করে দিতে পারবেন কীভাবে ট্র্যাকার থেকে ফায়ারফক্স আপনাকে রক্ষা করবে।
আর সপ্তাহের আলাদা আলাদা দিনের প্রতিবেদন দেখতে চাইলে একদম নিচে Show Report লেখায় ক্লিক করুন। সূত্র: সিনেট