বুধবার ● ২৭ জুন ২০১২
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » আরআইএমের শেয়ারের দাম ৯ বছরের মধ্যে সর্বনিম্ন
আরআইএমের শেয়ারের দাম ৯ বছরের মধ্যে সর্বনিম্ন
ব্ল্যাকবেরি নির্মাতা প্রতিষ্ঠান আরআইএমের শেয়ারের দাম ৯ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে এসেছে। গত সোমবার নাসডাক শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৭ দশমিক ৭ শতাংশ অথবা ৭৫ সেন্ট কমে ৯ ডলার ১১ সেন্টে দাঁড়ায়।
এর আগে ২০০৩ সালে আরআইএমের শেয়ারের দাম ৯ ডলার শূন্য ১ সেন্টে দাঁড়িয়েছিল। ২০০৮ সালে প্রতিষ্ঠানটি সাফল্যের সর্বোচ্চ চূড়ায় ছিল। সে সময়ের পর থেকে এ পর্যন্ত এর শেয়ারের দাম ৯৪ শতাংশ কমেছে।
এদিকে আরআইএমের শেয়ারের দাম আরও কমতে পারে বলে জানিয়েছে আর্থিক প্রতিষ্ঠান মরগান স্ট্যানলি।
প্রতিষ্ঠানটির বিশ্লেষক ইহুদ জেলবাম গত সোমবার বলেন, চলতি প্রান্তিকে বিক্রি আরও কমার কারণে প্রতিষ্ঠানটির লোকসান অব্যাহত থাকবে। ফলে শেয়ারের দাম আরও কমবে। আরআইএমের শেয়ারের দাম ৭ ডলারে গিয়ে ঠেকতে পারে।
জেলবাম বলেন, কানাডাভিত্তিক আরআইএমের স্মার্টফোনগুলো সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না। এ কারণে তারা পিছিয়ে পড়ছে। তবে বছরের শেষ দিকে ব্ল্যাকবেরির নতুন অপারেটিং সিস্টেম বিবিএক্স ১০ বাজারে আসলে এ অবস্থার কিছুটা উন্নতি হতে পারে।
একসময় স্মার্টফোনের বাজারে আধিপত্য করা আরআইএম এখন অ্যাপল ও স্যামসাংয়ের কারণে ক্রমেই পিছিয়ে পড়ছে। বর্তমানে বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজারে আরআইএমের বাজার দখলের পরিমাণ মাত্র ৬ শতাংশ। এর বিপরীতে স্যামসাংয়ের বাজার দখলের পরিমাণ ৩০ ও অ্যাপলের ২৪ শতাংশ।