বৃহস্পতিবার ● ৩১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ডটনিউ ডোমেইন উন্মুক্ত করছে গুগল
ডটনিউ ডোমেইন উন্মুক্ত করছে গুগল
এখন থেকে চাইলে ডটনিউ (.new) ডোমেইন নিবন্ধন করা যাবে। ২ ডিসেম্বর থেকে ওই ডোমেইন নিবন্ধনের জন্য উন্মুক্ত করবে গুগল। এটি এইচটিটিপিএসে নিরাপদে চলবে। গত বছরে গুগল তাদের পণ্যের জন্য ডট নিউ ডোমেইন ব্যবহার শুরু করে। এবার তারা এটি সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছে।
গত মঙ্গলবার গুগল তাদের জিস্যুইট অ্যাপে ১০টি ডট নিউ ডোমেইন উন্মুক্ত করে। এর মধ্যে রয়েছে ডকস ডটনিউ, স্লাইডস ডটনিউ, শিটস ডটনিউ, সাইটস ডটনিউ প্রভৃতি। স্পটিফাই প্লেলিস্ট ডটনিউ নামের একটি সাইট চালু করেছে যেখানে ব্যবহারকারী দ্রুত তাদের পছন্দের প্লেলিস্ট তৈরি করতে পারবেন। মিডিয়াম যুক্ত করেছে স্টোরি ডটনিউ, ইবে বিক্রেতাদের জন্য চালু করেছে সেল ডটনিউ নামের ডোমেইন।
গুগল বলেছে, ডটনিউ ব্যবহার করে কোনো কাজের ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়া যাবে। অনলাইনে মানুষ যেগুলো দ্রুত সম্পন্ন করে, সেসব ক্ষেত্রে ডটনিউ শর্টকাট ব্যবহার দেখা যাবে। ডট অ্যাপ, ডট পেজ, ডট ডেভের মতো ডট নিউ নিরাপদ হবে, কারণ তা এইচটিটিপিএস প্রটোকলে চলবে।
২০২০ সালের ১৪ জানুয়ারির পর থেকে ট্রেডমার্কধারীরা তাদের পণ্যের জন্য ডটনিউ ডোমেইন ব্যবহার করতে পারবেন। ২ ডিসেম্বর থেকে সীমিত নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে যে কেউ এ ডোমেইনের জন্য আবেদন করতে পারবেন।
ইন্টারনেটে বর্তমানে ৩৫ কোটির মতো ডোমেইন রয়েছে, যার মধ্যে শীর্ষে ডটকম ও ডটনেট।