বুধবার ● ২৭ জুন ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফেসবুকের সিওও থেকে পরিচালনা পর্ষদে শেরিল
ফেসবুকের সিওও থেকে পরিচালনা পর্ষদে শেরিল
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হলেন শেরিল স্যান্ডবার্গ। তিনি এত দিন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসারের (সিওও) দায়িত্বে ছিলেন। সাতজন পুরুষ সদস্যের পাশাপাশি তিনি হবেন প্রথম নারী সদস্য। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের।
তিনি ফেসবুকের সিওওর দায়িত্ব পালনের পাশাপাশি এর বিপণন ও যোগাযোগের বিষয়টি দেখতেন। শেরিল স্যান্ডবার্গের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্তির বিষয়ে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেন, ‘শেরিল প্রতিষ্ঠানটির লক্ষ্য ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ সম্পর্কে অবহিত। দীর্ঘদিন ধরে তিনি আমাদের সঙ্গে কাজ করছেন। আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে আরও দৃঢ়ভাবে যুক্ত করতে তাকে পরিচালনা পর্ষদে নেয়া হয়েছে।’ ৪২ বছর বয়সী শেরিল ২০০৮ সালে গুগল ছেড়ে ফেসবুকে যোগ দেন। ফেসবুক ছাড়াও তিনি ওয়াল্ট ডিজনি ও উইমেন ইন্টারন্যাশনালের পরিচালনা পর্ষদের সদস্য।
গত মে মাসে প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে আসার পর থেকে এর বোর্ডে একজন নারী সদস্য নিয়োগ দেয়ার জন্য আলট্রাভায়োলেটসহ বিভিন্ন সংগঠন অনুরোধ জানিয়ে আসছিল। তার নিয়োগের প্রতিক্রিয়ায় আলট্রাভায়োলেটের সহপ্রতিষ্ঠাতা নিতা চৌধুরী বলেন, বোর্ডে নারী সদস্য নিয়োগের ক্ষেত্রে এটা ফেসবুকের প্রথম পদক্ষেপ। সামনে আরও নারী সদস্য নিয়োগ দেয়া হবে।
উন্নত দেশগুলো নারীর ক্ষমতায়নের বিষয়টি প্রাধান্য দিলেও বেশির ভাগ বৃহত্ করপোরেট প্রতিষ্ঠান বোর্ডে নারী সদস্য খুবই কম।
২০১১ সালে পরিচালিত এক জরিপে দেখা যায়, এসঅ্যান্ড ৫০০তে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ৯১ শতাংশ প্রতিষ্ঠানে মাত্র একজন করে নারী পরিচালনা পর্ষদে রয়েছেন। নিতা চৌধুরী আশা করেন, যেসব প্রতিষ্ঠানে বিশেষ করে প্রযুক্তি প্রতিষ্ঠান বোর্ডে এখন পর্যন্ত কোনো নারী সদস্যকে নেয়া হয়নি, সামনের দিনগুলোয় তাদের শুভবুদ্ধির উদয় হবে।