মঙ্গলবার ● ৫ জুলাই ২০১১
প্রথম পাতা » প্রধান সংবাদ » ডিজিটাল উদ্ভাবনী মেলা ৬জুলাই শুরু হচ্ছে
ডিজিটাল উদ্ভাবনী মেলা ৬জুলাই শুরু হচ্ছে
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে কাল বুধবার থেকে শুরু হচ্ছে সরকারি উদ্যোগে তিন দিনব্যাপী ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১১’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন। মেলা চলবে ৮জুলাই পর্যন্ত।
গতকাল সোমবার বিকেলে সচিবালয়ের তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়, সরকারের একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি এবং ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় এ মেলার আয়োজন করছে। মেলায় মিডিয়া সহযোগী হিসেবে আছে প্রথম আলো, ডেইলি স্টার ও এটিএন নিউজ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। প্রবেশের জন্য কোনো মূল্য লাগবে না। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠানসহ শতাধিক প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে। মেলার দ্বিতীয় দিনে জাতীয় পর্যায়ে ই-কনটেন্ট উদ্ভাবনে বিশেষ অবদান রাখার জন্য ৩১টি প্রতিষ্ঠানকে ‘ডিজিটাল উদ্ভাবনী পুরস্কার’ দেওয়া হবে। শেষ দিনেও অংশগ্রহণকারী প্রতিষ্ঠান-গুলোকে নির্বাচিত করে পুরস্কার দেওয়া হবে। মেলায় তিন দিনে তিনটি বিষয়ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা প্রবন্ধ উপস্থাপন করবেন।
প্রতিমন্ত্রী বলেন, এই মেলার মাধ্যমে বর্তমান সরকারের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব আরোপের যে প্রতিশ্রুতি, তা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে। এই মেলা হবে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর এক মেলবন্ধন।
হরতালের কারণে মেলা স্থগিত করে পরে করা হবে কি না সাংবাদিকেরা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘তারিখ যেহেতু আগেই করা, তাই পেছানোর সুযোগ নেই।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এটুআই কর্মসূচির পরিচালক ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম খান, ঢাকা বিভাগীয় কমিশনার মঈনুদ্দীন মো. আবদুল্লাহ প্রমুখ।