মঙ্গলবার ● ২২ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » আগামী বছর ১০টি ৫জি স্মার্টফোন আনছে শাওমি
আগামী বছর ১০টি ৫জি স্মার্টফোন আনছে শাওমি
চলতি বছর দুটি মডেলের ফাইভজি স্মার্টফোন বাজারে এনেছে চীনা প্রতিষ্ঠান শাওমি। ফাইভজির বাজারে নিজেদের অবস্থান আরো পোক্ত করতে আগামী বছর বড় পরিকল্পনা নিয়ে মাঠে নামছে প্রতিষ্ঠানটি। ২০২০ সালে ফাইভজি প্রযুক্তি সমর্থন করবে, এমন ১০টি মডেলের স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছেন শাওমির সিইও লেই জুন। খবর বিজনেস ইনসাইডার।
২০১৯ সালের শুরু থেকেই একের পর এক প্রতিষ্ঠান ফাইভজি স্মার্টফোনের বাজার দখলে নতুন নতুন স্মার্টফোন ছাড়ে। এ তালিকায় ওয়ানপ্লাস, অপো, স্যামসাং, ভিভোর মতো প্রতিষ্ঠান রয়েছে। শাওমিও প্রতিযোগিতায় পিছিয়ে থাকতে চায়নি। কয়েক মাস আগে প্রতিষ্ঠানটি মি এমআইএক্স ৩ ফাইভজি এবং মি ৯ প্রো ফাইভজি মডেলের দুটি স্মার্টফোন বাজারে ছাড়ে। এর মধ্য দিয়ে ফাইভজি স্মার্টফোনের বাজারে যাত্রা করে শাওমি।
এখন ফাইভজি স্মার্টফোনের বৈশ্বিক বাজারে অবস্থান আরো পোক্ত করতে আগ্রহী শাওমি। এ লক্ষ্য পূরণে আটঘাট বেঁধেই নামছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি এক সাক্ষাত্কারে শাওমির সিইও লেই জুন জানান, ২০২০ সালে ফাইভজি প্রযুক্তির স্মার্টফোন উৎপাদনকে অগ্রাধিকার দেবে শাওমি। এ সময় ১০টি নতুন মডেলের ফাইভজি স্মার্টফোন বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে।
তবে প্রাথমিকভাবে নতুন এসব ফাইভজি স্মার্টফোন কোন কোন দেশের বাজারে ছাড়া হবে, তা জানাননি শাওমির সিইও। ধারণা করা হচ্ছে, যেসব দেশ এরই মধ্যে ফাইভজি নেটওয়ার্ক বিস্তারে অনেকটাই এগিয়ে গেছে, সেসব দেশের বাজারে ছাড়া হবে নতুন এসব ফোন। এর আগেও চীনের ব্যবহারকারীদের প্রাধান্য দিয়ে মি এমআইএক্স ৩ ফাইভজি এবং মি ৯ প্রো ফাইভজি মডেলের দুটি স্মার্টফোন বাজারে এনেছিল শাওমি।