সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ২৪, ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ২২ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » ৯ মাসে জিপির আয় ১০ হাজার ৭৫০ কোটি টাকা
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » ৯ মাসে জিপির আয় ১০ হাজার ৭৫০ কোটি টাকা
৮৬৪ বার পঠিত
মঙ্গলবার ● ২২ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৯ মাসে জিপির আয় ১০ হাজার ৭৫০ কোটি টাকা

---
২০১৯ সালের প্রথম ৯ মাসে গ্রামীণফোন মোট ১০ হাজার ৭৫০ কোটি টাকা আয় করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় সাড়ে ৯ শতাংশ বেশি। অপারেটরটির গ্রাহকসংখ্যা ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৫৭ লাখ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার গ্রামীণফোন এ খবর জানিয়েছে।
চলতি বছরের তৃতীয় প্রান্তিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত গ্রামীণফোন নতুন গ্রাহক পেয়েছে ৪ লাখ। এ সময়ে প্রতিষ্ঠানটির ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৯ লাখ। বর্তমানে প্রতিষ্ঠানটির ৫৩ দশমিক ৭ শতাংশ গ্রাহক ইন্টারনেট সেবা ব্যবহার করছেন।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল প্যাট্রিক ফোলি বলেন, ‘প্রতিকূল নিয়ন্ত্রকমূলক পরিবেশ সত্ত্বেও আমরা তৃতীয় প্রান্তিকে শক্তিশালী ব্যবসায়িক ফলাফল অর্জন করেছি। নেটওয়ার্ক সম্প্রসারণে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন বা এনওসি প্রদান বন্ধের কারণে ক্ষতিগ্রস্ত হলেও গ্রামীণফোন দেশের ৯৯ দশমিক ৫ শতাংশ গ্রাহককে তার নেটওয়ার্কের আওতায় মোবাইল সেবা প্রদান করছে।’ তিনি আরও বলেন, ‘৬৯ শতাংশ জনগোষ্ঠী আমাদের ফোর-জি নেটওয়ার্কের আওতায় রয়েছে। ভয়েস সেবা থেকে আমাদের আয় বৃদ্ধি পাচ্ছে এবং এর পাশাপাশি ইন্টারনেট সেবা ব্যবহারসহ ইন্টারনেটভিত্তিক আয়ও বৃদ্ধি হচ্ছে।’
গ্রামীণফোন জানিয়েছে, ১৯ দশমিক ৯ শতাংশ মার্জিনসহ তৃতীয় প্রান্তিকে তাদের কর-পরবর্তী মোট মুনাফা হয়েছে ৭৩০ কোটি টাকা। এই সময়কালে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ দশমিক ৩৮ টাকা।
তৃতীয় প্রান্তিকে নেটওয়ার্কের আওতা বাড়াতে গ্রামীণফোন ২১০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এনওসি প্রদান বন্ধের কারণে পরিকল্পনার তুলনায় এই বিনিয়োগের পরিমাণ কমেছে। নেটওয়ার্ক আধুনিকায়নের জন্য প্রতিষ্ঠানটি ১ হাজার ৮১২টি নতুন ফোর-জি সাইট চালু করেছে। এখন মোট সাইটের সংখ্যা ১৬ হাজার ৩৮৯টি।
কর, ফি বা মাশুল, ফোর-জি লাইসেন্স এবং তরঙ্গ বরাদ্দের মূল্য বাবদ গ্রামীণফোন বছরের প্রথম ৯ মাসে মোট ৬ হাজার ১৪০ কোটি টাকা সরকারকে দিয়েছে, যা প্রতিষ্ঠানটির মোট আয়ের ৫৭ শতাংশ।



আর্কাইভ

২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি
দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি
বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন
সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি
নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’
দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস
টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু
টেক্সটেক আন্তর্জাতিক এক্সপো ২০২৪ এ ট্যালি প্রাইম ৫.০
ভিসাকার্ড পেমেন্টে ফুডপ্যান্ডায় ছাড়
বাংলালিংকের মাইবিএল অ্যাপে রয়্যাল এনফিল্ড বাইক জেতার সুযোগ