রবিবার ● ২৪ জুন ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » বেসিসের ২০১২-১৩ সালের নির্বাচনের প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত
বেসিসের ২০১২-১৩ সালের নির্বাচনের প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০১২-১৩ সালের নির্বাচনের প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ঢাকায় বেসিস কার্যালয়ে অনুষ্ঠিত প্রার্থী পরিচিত সভায় নির্বাচন বোর্ডের চেয়ারম্যান স্বদেশ রঞ্জন সাহা নির্বাচনের নানা বিষয় তুলে ধরেন। আগামী ২ জুলাই অনুষ্ঠেয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের করণীয় বিষয়গুলো পড়ে শোনান। তিনি জানান, ‘এবারের নির্বাচনে নয়জন করে সদস্য নিয়ে দুটি প্যানেল অংশ নিচ্ছে। বেসিসের ৩১০ জন সাধারণ সদস্য, ১০৮ জন অ্যাসোসিয়েট সদস্যসহ মোট ৪১৪ জন ভোটার এই নির্বাচনে ভোট দিয়ে পরের দুই বছরের জন্য বেসিসের পরিচালনা কমিটি নির্বাচিত করবেন।’
নির্বাচনে অংশ নিচ্ছে টিম-৩৬০ ও অ্যাকশন টিম নামের দুটি প্যানেল। এই প্যানেলের দলনেতা এ কে এম ফাহিম মাশরুর। অন্য সদস্যরা হলেন—নাভিদ-উল-হক, শাহ ইমরাউল কায়ীস, এম রশীদুল হাসান, এ বি এম রিয়াজুদ্দিন মোশারফ, রাসেল টি আহমেদ, শামীম আহসান, সৈয়দ আলমাস কবীর ও উত্তম কুমার পাল। বিজয়ী হলে সদস্যদের কথা মাথায় রেখে ভালো কাজ করার আশ্বাস দেন এ প্যানেলের প্রার্থীরা। তাঁরা তাঁদের নির্বাচনী ইশতেহারও তুলে ধরেন।
অনুষ্ঠানে আপর প্যানেল অ্যাকশন টিমের দলনেতা এস কবির আহমেদ তাঁর দলের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এ দলের সদস্যরা হলেন—শাফকাত হায়দার, শেখ এ শহীদ, কাজী হাসান মুজাহিদ, মো. সাইদুল ইসলাম মজুমদার, ইমতিয়াজ আহমেদ খান, মো. রফিকুল ইসলাম, কাজী জাহিদুল আলম ও আরিফ আহমেদ চৌধুরী। এই প্যানেলের সদস্যরা নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সফটওয়্যার শিল্পের উন্নয়ন করবেন বলে উল্লেখ করেন।