সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ২৩, ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » সরকারি সেবা দেওয়ার ক্ষেত্রে এআই ভুমিকা রাখবে
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » সরকারি সেবা দেওয়ার ক্ষেত্রে এআই ভুমিকা রাখবে
৮৩০ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারি সেবা দেওয়ার ক্ষেত্রে এআই ভুমিকা রাখবে

---
জনগণকে সরকারি নানা সেবা দেওয়ার ক্ষেত্রে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের সরকারের কাছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সাহায্যকারী টুল হয়ে উঠছে। জাতিসংঘ ও গুগলের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
গতকাল বুধবার ওই তথ্য প্রকাশ করেছে ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (ইএসসিএপি) ও গুগল।

আইএএনএসের এক প্রতিবেদনে বলা হয়, ইএসসিএপি ও গুগলের করা গবেষণায় গুগল নানা কেস স্টাডি তুলে ধরেছে। এতে সরকার ও বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা ও অংশীদারত্বের বিষয়টি গুরুত্বপূর্ণ হিসেবে দেখানো হয়েছে। জনসেবা দিতে সরকারি ও বেসরকারি প্রচেষ্টা গুরুত্বপূর্ণ বলেই ওই প্রতিবেদনে বলা হয়।

ওই গবেষণায় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অ্যাপ্লিকেশন ব্যবহার করে ভারতের একটি রাজ্যে কৃষকদের কাছে কৃষি সম্পর্কিত তথ্য সরবরাহ করা হয়। ২০১৬ সাল থেকে মোট তিনটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফসল বোনা, দামের পূর্বাভাস পাওয়ার মতো বিষয়গুলো জানার সুযোগ পান কৃষকেরা। এ ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহারে কৃষকদের কাছে তথ্য পৌঁছানোর যে ঘাটতি ছিল, তা দূর করা সম্ভব হয়। এতে প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নত হয়েছে।

ইএসসিএপির নির্বাহী সচিব সালসিয়া অ্যালিসজাবানা বলেন, ২০৩০ সাল নাগাদ জাতিসংঘের টেকসই উন্নয়নের যে লক্ষ্য রয়েছে, তা অর্জনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ জরুরি উদ্ভাবনী পথে হাঁটছে। জনগণকে কার্যকর, দক্ষ ও স্বচ্ছ সেবা দিতে তারা নানা উদ্যোগ নিচ্ছে। টেকসই উন্নয়নের প্রয়োজনে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের মতো আধুনিক প্রযুক্তি জনসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কৃষি, স্বাস্থ্য, বিচার, পরিবেশ, বিমা ও সমাজকল্যাণে এর ব্যবহার দেখা যাবে।

প্রতিবেদনে বলা হয়, জনসেবার ক্ষেত্রে এআইয়ের মতো প্রযুক্তি এখনো প্রাথমিক স্তরে থাকায় এ খাতে নানা অসুবিধা, পরীক্ষামূলক ভুল হতে পারে। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি সহযোগিতা প্রয়োজন। এ ছাড়া সরকারকে এ বিষয়ে নীতি নির্ধারণ করে রাখতে হবে।



আর্কাইভ

২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি
দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি
বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন
সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি
নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’
দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস
টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু
টেক্সটেক আন্তর্জাতিক এক্সপো ২০২৪ এ ট্যালি প্রাইম ৫.০
ভিসাকার্ড পেমেন্টে ফুডপ্যান্ডায় ছাড়
বাংলালিংকের মাইবিএল অ্যাপে রয়্যাল এনফিল্ড বাইক জেতার সুযোগ