শনিবার ● ২৩ জুন ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » শেষ হলো কমিউনিক এশিয়া ২০১২
শেষ হলো কমিউনিক এশিয়া ২০১২
সিঙ্গাপুরে গতকাল নানা আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো তথ্যপ্রযুক্তি মেলা “কমিউনিক এশিয়া ২০১২” । এ মেলার প্রথম দুই দিনে আসা দর্শনার্থীর সংখ্যা ছিল ২২ হাজার ১৫২ জন। এর মধ্যে ৫৮ শতাংশ দর্শনার্থী ছিলেন ৫১টি দেশ থেকে আসা তথ্যপ্রযুক্তিপ্রেমী। মেলার তৃতীয় দিন অনুষ্ঠিত হয় তৃতীয় প্রজন্মের ব্রডব্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফোকাস অন এশিয়া বিষয়ভিত্তিক সম্মেলন। এতে বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা অংশ নেন। এতে ইন্টারঅ্যাক্ট গ্রুপের পরামর্শক স্টুয়ার্ট শাহ স্বাগত বক্তব্য দেন।
পলিসি রেজুলেশন এবং কম্পিটিশনবিষয়ক মূল প্রবন্ধ পড়েন এজেএইচ কমিউনিকেশনসের প্রিন্সিপাল এন্ড্রিউজে হাইরে। সামিটে বক্তারা এশিয়ায় পরবর্তী প্রজন্মের ব্রডব্যান্ড ইনফ্রাস্ট্রাকচার কী রকম হবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ মেলায় অনেকগুলো নতুন পণ্য প্রথমবারের মতো অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইয়েস মোবাইল কোম্পানির ফোর জি ভয়েস মোবাইল ইন্টারনেট। এ ছাড়া আরও নতুন পণ্য এ মেলায় দেখানো হয়। নানা ধরনের পণ্যের মধ্যে ছিল অল-ইন ওয়ান ভিডিও কনফারেন্সবিষয়ক অ্যাভার ইনফরমেশন সেবা, নতুন যন্ত্র উইনম্যাট কমিউনিকেশন, রক্তে অক্সিজেনের পরিমাণ জানার যন্ত্র জেনসোরিয়াম, ক্লাউড কম্পিউটিং সমাধান থিঙ্ক কিউব ইত্যাদি।
এ ছাড়া বাংলাদেশের রিভ সিস্টেমের মোবাইল ভিওআইপি বিলিং ও ব্যান্ডউইথ অপটিমাইজেশন পণ্যগুলো আগ্রহীদের কাছে গ্রহণযোগ্য হয়েছে। মেলার তৃতীয় দিন বৃহস্পতিবার রিভ সিস্টেমের প্যাভিলিয়নে আয়োজন করা হয় নেটওয়ার্কিং সম্মেলন। এবারের এ আয়োজনে সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশনার উপস্থিত ছিলেন।