মঙ্গলবার ● ৫ জুলাই ২০১১
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাংলাদেশ ২০১৩ সালের মধ্যে মহাকাশ উপগ্রহ উৎক্ষেপণ করবে
বাংলাদেশ ২০১৩ সালের মধ্যে মহাকাশ উপগ্রহ উৎক্ষেপণ করবে
২০১৩ সালের মধ্যে মহাকাশে উপগ্রহ (স্যাটেলাইট) উৎক্ষেপণ করবে বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেনসিং অর্গানাইজেশন (স্পারসো) ও এশিয়া প্যাসিফিক স্পেস কর্পোরেশন অর্গাইনাইজেশন (অ্যাপসকপ) যৌথভাবে কাজ করছে।
কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী গত ২৮ জুন স্পারসো মিলনায়তনে ‘মহাকাশ প্রযুক্তি প্রয়োগ’ শীর্ষক দু’দিনের এক সেমিনারে এ তথ্য জানিয়ে বলেন, এক্ষেত্রে সরকার তার সীমিত সম্পদের মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। আমাদের উপগ্রহ মহাকাশ দখল করার জন্য নয়, আমরা জনগণের কল্যাণে মহাকাশ প্রযুক্তি ব্যবহার করব_ এ কথা উল্লেখ করে মন্ত্রী মহাকাশ উপগ্রহ প্রকল্পে সহায়তা দিতে অনীহার জন্য দাতাদের সমালোচনা করেন।
স্পারসোর চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার বলেন, আমরা স্পারসোর কারিগরি সহায়তায় দুটি উপগ্রহ উৎক্ষেপণের চেষ্টা করছি। একটি উচ্চমানের ছবি এবং অপরটি হবে যোগাযোগের জন্য। অনুষ্ঠানে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব এম. আসাদুজ্জামান।
মতিয়া চৌধুরী স্পারসোর ভূমিকা ও কর্মকা-ের প্রশংসা করে বলেন, সংস্থাটি কৃষি, বনায়ন, ভূ-তত্ত্ব, মানচিত্রাঙ্কন, পানি সম্পদ ও ভূমি ব্যবহারের ক্ষেত্রে মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি মহাকাশ গবেষণা ও জরিপ এবং প্রাকৃতিক ধ্বংসযজ্ঞে ক্ষতির পরিমাণ সম্পর্কিত তথ্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং এসব ব্যবহারকারী বিভিন্ন গ্রুপকে প্রদানে স্পারসোকে শক্তিশালী করতে বর্তমান সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ড. হাছান মাহমুদ বলেন, মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক খ্যাতিমান প্রতিষ্ঠানের মতে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ঝুঁকির অন্যতম একটি দেশ। তিনি দক্ষ জনশক্তি ও প্রযুক্তি এই উভয় ক্ষেত্রে স্পারসোর দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, স্পারসোর দক্ষতা বৃৃদ্ধির লক্ষ্যে তার মন্ত্রণালয়ের ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড থেকে ইতোমধ্যে ১৫ কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া একই মন্ত্রণালয় দেশের বন সম্পদ স্যাটেলাইট মনিটরিংয়ের একটি প্রকল্প নিয়েছে। পরিবেশ ও বন প্রতিমন্ত্রী সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারের কথা উল্লেখ করে বলেন, দেশের অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে সহায়তার জন্য মহাকাশ বিজ্ঞানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার প্রয়োজন রয়েছে।