বৃহস্পতিবার ● ২১ জুন ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » এবারের মিলেনিয়াম টেকনোলজি প্রাইজ পেলেন দুজন
এবারের মিলেনিয়াম টেকনোলজি প্রাইজ পেলেন দুজন
তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় সম্মাননা মিলেনিয়াম টেকনোলজি প্রাইজ ঘোষণা করা হয়েছে। বিবিসি জানায়, এ বছর যৌথভাবে এ পুরস্কার পাচ্ছেন লিনাক্স-নির্মাতা লিনাস তোরভালদস ও স্টেম সেল গবেষক সিনয়া ইয়ামানকা। ফিনল্যান্ডের টেকনোলজি একাডেমি ২০১২ সালের মিলেনিয়াম টেকনোলজি প্রাইজ-জয়ী হিসেবে যৌথভাবে তাঁদের নাম ঘোষণা করেছে।
ফিনল্যান্ড টেকনোলজি একাডেমি দুই বছর পরপর বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য বিজ্ঞানীদের এ সম্মাননা পুরস্কার দিয়ে থাকে। এই একাডেমির দেওয়া মিলেনিয়াম টেকনোলজি প্রাইজ’ই এখন পর্যন্ত বিশ্বে প্রযুক্তি ক্ষেত্রের সবচেয়ে বড় পুরস্কার। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে সবাইকে উদ্বুদ্ধ করতে ২০০৪ সাল থেকে এ পুরস্কার দেওয়া হয়। মানুষের জীবনযাত্রা যে আবিষ্কারের ফলে বদলে দেওয়া সম্ভব, সে ধরনের আবিষ্কারের জন্যই গবেষকেরা এই পুরস্কার পান।
লিনাক্স-নির্মাতা লিনাস তোরভালদসের এ পুরস্কার জেতা প্রসঙ্গে ফিনল্যান্ড টেকনোলজি একাডেমি জানিয়েছে, সফটওয়্যারের উন্নতি ও সবার মধ্যে তা ব্যবহারের সুযোগ করে দিয়ে মুক্ত ইন্টারনেটের জন্য দুই দশকেরও বেশি সময় ধরে অবদান রেখেছেন তিনি।
এবারই প্রথম যৌথভাবে এই পুরস্কার দেওয়া হচ্ছে। এর আগে ইন্টারনেট-উদ্ভাবক স্যার টিম বার্নাস লি, সুজি নাকামুরা মাইকেল গ্রাটজেলের মতো গবেষকেরা এই মিলেনিয়াম টেকনোলজি পুরস্কার পেয়েছেন।