বৃহস্পতিবার ● ২১ জুন ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » এটিএম থেকে কার্ড বিহীন টাকা তোলার প্রযুক্তি
এটিএম থেকে কার্ড বিহীন টাকা তোলার প্রযুক্তি
শুধুমাত্র স্মার্টফোন ব্যবহার করে এটিএম মেশিন থেকে টাকা উত্তোলন করার অ্যাপি-কেশন চালু করলো যুক্তরাজ্যের রয়েল ব্যাংক অব স্কটল্যান্ড (আরবিএস) এবং ন্যাটওয়েস্ট। প্রতিষ্ঠান দুটির মোবাইল ব্যাংকিং অ্যাপি-কেশন এর মাধ্যমে গ্রাহকেরা স্মার্টফোনের মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ১০০ পাউন্ড পর্যন্ত উত্তোলন করতে পারবে।
টাকা উত্তোলন করার জন্য মোবাইল অ্যাপি-কেশন ছয় সংখ্যার একটি কোড প্রদান করবে, এই কোড এটিএম মেশিনে চাপার মাধ্যমে গ্রাহকেরা টাকা তুলতে পারবে। নতুন এই ডেভেলপমেন্ট স্মার্টফোনকে ডিজিটাল ওয়ালেট হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে একধাপ এগিয়ে নিল বলে মনে করছে বিবিসি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে নতুন এই প্রযুক্তি কার্ড বাসায় ফেলে এসেছে অথবা পরিবারের কাছে দ্রুত টাকা পাঠাতে চায় এমন গ্রাহকদেরকে সাহায্য করবে। এছাড়া প্রযুক্তিটি জনসাধারণের মধ্যে শুধু মোবাইল সঙ্গে রাখলেই হবে এমন মনোভাব তৈরি করতে সহায়তা করবে।
আরবিএস এবং ন্যাটওয়েস্ট এর মোবাইল বিভাগের প্রধান বেন গ্রিন বলেন, ‘পদ্ধতিটি অত্যন্ত সহজ এবং নিরাপদে গ্রাহককে দিবে যখন এবং যেখানে প্রয়োজন সেখানে টাকা উত্তোলনের সুবিধা।’
আরবিএস জানিয়েছে যে সকল গ্রাহক তাদের বিনামূল্যের অ্যাপি-কেশনটি ডাউনলোড করেছেন এবং আরবিএস, ন্যাটওয়েস্ট অথবা টেস্কো ব্র্যান্ডের এটিএম ব্যবহার করেন তারা এই পরিসেবাটি গ্রহণ করতে পারবেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে এখন পর্যন্ত ২.৬ মিলিয়ন গ্রাহক এই অ্যাপটি ডাউনলোড করে তাদের স্মার্টফোনে ইনস্টল করেছে। প্রাথমিক পর্যায়ে মোবাইল ফোন ব্যবহার করে ১০০ পাউন্ড উত্তোলন করা গেলেও তা শীঘ্রই বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অ্যাপি-কেশনটি কাজ করবে কিভাবেঃ
কত টাকা তুলতে আপনি আগ্রহী তা মোবাইলের স্ক্রিনে দেয়া অপশন থেকে বেছে নিতে হবে (১০, ২০, ৫০ পাউন্ড ইত্যাদি)। পছন্দের পরিমাণটি নির্বাচন করলে আপনার মোবাইল স্ক্রিনে একটি ছয় সংখ্যার কোড ভেসে উঠবে। কোডটি তিন ঘন্টা পর্যন্ত কার্যকর থাকবে এবং এটিএম মেশিনে এই সংখ্যা চাপ দেবার মাধ্যমে কাঙ্কিত টাকা পেয়ে যাবেন।
এই কোড আপনি আপনার বন্ধু বা আত্মীয় স্বজনকে দিতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে টাকা আপনি নির্বাচন করেছেন, কোডটির মাধ্যমে শুধু সেই টাকাই তারা উত্তোলন করতে পারবেন। ব্যাপারটা কিন্তু দারুণ, ধরুন আপনার কাছে কেউ পাঁচ হাজার টাকা পায় বা আপনার সন্তানের বিশ্ববিদ্যালয় এর বেতন দিতে হবে আপনি টাকার অংকটা নির্বাচন করে ছেলেকে বা যাকে টাকা দিবেন তাকে পাঠিয়ে দিলেন সে নিকটস্থ ক্যাশ মেশিন থেকে টাকা তুলে নিল। আপনাকে সময় নষ্ট করে ব্যাংকে যেতে হল না অথবা অন্য একটা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য অতিরিক্ত চার্জও দিতে হল না।