বৃহস্পতিবার ● ২১ জুন ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » নতুন ডোমেইন এর নাম প্রকাশ করলো আইক্যান
নতুন ডোমেইন এর নাম প্রকাশ করলো আইক্যান
ইন্টারনেট অ্যাড্রেস এর নতুন শেষাংশগুলোর তালিকা প্রকাশ করেছে আইক্যান (ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস)। নতুন অ্যাড্রেসের তালিকায় যে নামগুলো রয়েছে তার মাঝে রয়েছে .হরহলধ, এবং .ভবৎৎধৎর। সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে প্রতিষ্ঠানটি .কো.ইউকে এবং .কম এর পাশাপাশি .বিবিসি-র জন্য আবেদন করেছে।
.ংবী, .যড়সব এবং .ফরু এর মত জনপ্রিয় কিছু ডোমেইন নামের জন্য একাধিক ব্যক্তি আবেদন করেছে বলে জানিয়েছে বিবিসি। মার্কিন ঔষধ নির্মাতা মার্ক অ্যান্ড কোঃ এবং জার্মান প্রতিদ্বন্দ্বী মার্ক কেজিএএ দু’জনেই .মার্ক ডোমেইনের জন্য আবেদন করায় নিলামের উদ্যোগ নেয়া হতে পারে।
এদিকে অন্য কেউ আবেদন না করার কারণে .ইউকে এর ব্যবস্থাপক প্রতিষ্ঠান নোমিনেট .ওয়েলস এবং .সিমরু ডোমেইন অত্যন্ত সহজে পেয়ে গেছেন। একই ভাবে ডট স্কট রেজিস্ট্রি একমাত্র প্রতিষ্ঠান যে .স্কট এর জন্য আবেদন করে এবং লিগ অব আরব দেশগুলো .আরব এর একমাত্র আবেদনকারী।
এদিকে স্যামসাং পুরো প্রক্রিয়ার ব্যাপারে বাঁধা প্রদান করলেও .স্যামসাং এবং কোরিয়ার অক্ষরে একই ডোমেইনের জন্য আবেদন করেছে।
অন্যদিকে সার্চ ইঞ্জিন খ্যাত গুগল এক ডজনের বেশি জেনেরিক টপ-লেভেল ডোমেইন এর জন্য আবেদন করে। যার মাঝে .গুগল এবং .ইউটিউব ছাড়াও .ধহফ, .নড়ড়, .ড্যাড, .নিউ এবং রয়েছে .লোল। প্রতিষ্ঠানটি .মিউজিকের জন্যেও আবেদন করেছে কিন্তু একই ডোমেইন নামের জন্য আরো সাতজন আবেদন করেছে যার মাঝে অ্যামাজনও রয়েছে।
সর্বোচ্চ আবেদন পড়েছে .অ্যাপ ডোমেইনটির জন্য। আবেদনের সংখ্যা ১৩। আইক্যান জানিয়েছে তারা সর্বমোট ১৯৩০ টি প্রতিষ্ঠানের কাছ থেকে আবেদন পেয়েছেন। অর্ধেকের বেশি আবেদন (৯১১) এসেছে উত্তর আমেরিকা এবং ৬৭৫ টি ইউরোপ থেকে।
২০১৩ সালের মার্চ মাসের পর থেকে ডোমেইন নামগুলো চালু করতে শুরু করবে বলে জানিয়েছে আইক্যান। বিশেষ এই নামগুলো নেবার জন্য ১ লক্ষ ৮৫ হাজার মার্কিন ডলার দিতে হয়েছে।