মঙ্গলবার ● ৫ জুলাই ২০১১
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাংলাদেশে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিপক্ষে জার্মান
বাংলাদেশে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিপক্ষে জার্মান
বাংলাদেশে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ঘোষণার কড়া সমালোচনা করেছে জার্মান বিশেষজ্ঞরা। তাদের সমালোচনা ফলাও করে প্রকাশ করেছে দেশটির দৈনিক ডি ভেল পত্রিকা। আর ওই পত্রিকায় প্রকাশিত বিশেষজ্ঞদের মতামতসংবলিত রিপোর্ট প্রকাশের খবর জানিয়েছে বার্তা সংস্থা ডয়েচে ভেল।
রিপোর্টে বলা হয়েছে, শিল্পোন্নত দেশ জার্মানি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিকল্পনা থেকে সরে দাঁড়াবার ঘোষণা দিলেও জলবায়ু পরিবর্তনের ক্ষতির মুখে পড়া উন্নয়নশীল দেশ বাংলাদেশ ওই প্রযুক্তিনির্ভর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ঘোষণায় বিস্ময় প্রকাশ করেছেন দেশটির বিশেষজ্ঞরা। একই সঙ্গে তারা বলেছেন, জ্বালানি ঘাটতি মেটাতে ব্যয় সাশ্রয়ী হলেও কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনও দেশটির জন্য সঠিক হবে না। বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটির প্রকাশিত রিপোর্টে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের সমালোচনা করা হয়।
রিপোর্টে আরও বলা হয়, জার্মান উন্নয়নকর্মীরা যেখানে দেশটিকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সহায়তা দিয়ে যাচ্ছে সেখানে তারা ভিন্ন পথ অনুসরণ করতে চাইছে। তারা বলছে, দেশটির গ্রামাঞ্চলে জার্মান উন্নয়ন সহযোগিতার আওতায় ছোট ছোট সৌর বিদ্যুৎ প্রকল্প পরিচালিত হচ্ছে। জার্মান উন্নয়ন ব্যাংক এ পর্যন্ত ১০ লাখ মিনি সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য অর্থায়ন করেছে। এটি সারাবিশ্বে একটি রেকর্ড। এছাড়া গোবর থেকে বায়োগ্যাস তৈরিও জার্মান প্রকল্পের একটি। দীর্ঘমেয়াদি দিক থেকে প্রয়োজনীয় জ্বালানির সর্বোচ্চ ৫০ ভাগ শুধু নবায়নযোগ্য জ্বালানি দিয়েই মেটানো যেতে পারে বলে মনে করেন ইইউ কমিশনার পিবালগস।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি পাবনার রূপপুরে পারমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগের অংশ হিসেবে রাশিয়ার সঙ্গে পারমাণবিক চুলি্ল স্থাপনের প্রাথমিক চুক্তি স্বাক্ষর করে সরকার।