বুধবার ● ২০ জুন ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভাইরাস সংক্রমনে বাংলাদেশ শীর্ষে এবং সাইবার হুমকিতে নবম
ভাইরাস সংক্রমনে বাংলাদেশ শীর্ষে এবং সাইবার হুমকিতে নবম
বিশ্বের শীর্ষস্থানীয় আইটি সিকিউরিটি প্রতিষ্ঠান- ক্যাসপারস্কি ল্যাব এবং বাংলাদেশ ও ভূটানে তাদের একমাত্র পরিবেশক অফিসএক্সট্র্যাক্টস্ যৌথভাবে ১৩ জুন ঢাকায় এন্টারপ্রাইজ আইটি সিকিউরিটি বিষয়ক এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে ক্যাসপারস্কি ল্যাব এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ক্লাউড সার্ভিস পরিচালক বার্নী বেঙলার, বেসিস সভাপতি মাহবুব জামান, ব্যাংকার্স সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার এবং অফিসএক্সট্র্যাক্টস্-এর সিইও প্রবীর সরকার সাংবাদিকদের সাথে মতবিনিময় ও এ সংক্রান্ত বিভিন্ন তথ্য ও উপাত্ত উপস্থাপন করেন।
অনুষ্ঠানে ক্লাউডভিত্তিক ক্যাসপারস্কি হোস্টেড সিকিউরিটির বিভিন্ন দিক তুলে ধরেন এ বিষয়ের বিষেশজ্ঞ বার্নী বেঙলার। প্রবীর সরকার কম্পিউটারে স্থানীয়ভাবে ভাইরাস সংক্রমন এবং ইন্টারনেটের মাধ্যমে সাইবার হুমকির উপর তথ্য ও উপাত্ত উপস্থাপন করেন। ক্যাসপারস্কি ল্যাব কর্তৃক পরিচালিত গবেষণা এবং বিশ্লেষণসূত্রে তিনি জানান, স্থানীয়ভাবে অর্থাৎ পেনড্রাইভ বা অন্য কোন এক্সটার্নাল ডিভাইসের মাধ্যমে ভাইরাস সংক্রমনে বাংলাদেশ শীর্ষে এবং ইন্টারনেটের মাধ্যমে সাইবার হুমকিতে নবম স্থানে রয়েছে।
বেসিস সভাপতি মাহবুব জামান ব্যক্তি এবং প্রতিষ্ঠানিক পর্যায়ে কম্পিউটার ব্যবহারকারী এবং সিস্টেমের নিরাপত্তার উপর গুরুত্বারোপ করেন। তিনি এ বিষয়ে বিস্তারিত তথ্য ও উপাত্ত গণমাধ্যমের নিকট তুলে ধরার জন্য ক্যাসপারস্কি ল্যাব এবং অফিসএক্সট্র্যাক্টস্কে ধন্যবাদ জানান।
ব্যাংকার্স সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার- সংবেদনশীল তথ্য ও উপাত্ত, বিশেষ করে অনলাইনে আর্থিক লেনদেন এবং রাষ্ট্রীয় ও জনগুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা নিশ্চিতকরণের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো এবং নিরাপত্তা-সমাধান ও সেবাদানকারীদেরকে যৌথভাবে কাজ করার তাগিদ দেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ব্যাংকার্স সিটিও ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদুল বারী ও কোষাধ্যক্ষ ইজাজুল হক।