বৃহস্পতিবার ● ২৬ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » রাইট টু ইনফরমেশন রেটিংয়ে ২৬তম বাংলাদেশ
রাইট টু ইনফরমেশন রেটিংয়ে ২৬তম বাংলাদেশ
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানিয়েছেন, গ্লোবাল রাইট টু ইনফরমেশন রেটিংয়ে ১২৪টি দেশের মধ্যে বাংলাদেশ ২৬তম (স্কোর ১০৯)।
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে টিআইবির মেঘমালা সম্মেলন কক্ষে ‘তথ্য অধিকার আইন ও দুর্নীতি প্রতিরোধ : আইনের প্রথম দশকের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক আলোচনায় এ তথ্য জানান তিনি।
তিনি জানান, এ অবস্থান যেমন উৎসাহব্যাঞ্জক, তেমনই এক্ষেত্রে ইতিবাচক অর্জনের বিপুল সম্ভাবনার ইঙ্গিত দেয়। এজন্য প্রয়োজন আইনটির ব্যাপকতর ও কার্যকর প্রয়োগ।
তিনি বলেন, ‘আইনগতভাবে তথ্য অধিকার আইন, ২০০৯ যথেষ্ট শক্তিশালী হলেও বাংলাদেশের বেশকিছু সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা আছে। তথ্য অধিকার আইনে আবেদন সাপেক্ষে তথ্যপ্রাপ্তির নিশ্চয়তা দেয়া হয়েছে (ধারা-৪) এবং প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক হলে তথ্য অধিকার আইনে প্রাধান্য দেয়া হয়েছে। কিন্তু একই আইনের ৭ নম্বর ধারায় বাংলাদেশের নিরাপত্তা, অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি, এই যুক্তিতে বড় ব্যতিক্রম তালিকা সংযুক্ত করা হয়েছে। এর পর্যাপ্ত ব্যাখ্যা নির্ধারণ করা না থাকায় অপব্যবহারের সুযোগ থাকে।