বুধবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » টেক টিপসঃ মেট ৩০ প্রো ফোনে গুগল অ্যাপস ব্যবহারের উপায়
টেক টিপসঃ মেট ৩০ প্রো ফোনে গুগল অ্যাপস ব্যবহারের উপায়
হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপ ‘মেট ৩০’ এবং ‘মেট ৩০ প্রো’ ফোনে গুগলের অ্যাপস (প্লে স্টোর, গুগল ম্যাপস, জিমেইল প্রভৃতি) থাকছে না, এটা এখন প্রায় প্রত্যেকের জানা। প্রযুক্তি বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন, গুগল অ্যাপস ইনস্টল করার জন্য বুটলোডার আনলক করার সুবিধা মিলবে। অথচ সেই আশা উড়িয়ে দিয়েছে হুয়াওয়ে।
কিন্তু এখন দেখা যাচ্ছে, মেট ৩০ সিরিজের ফোনে গুগল অ্যাপস ইনস্টল করার প্রক্রিয়াটি বেশ সহজ। জনপ্রিয় সামাজিক ব্লগিং সাইট রেডডিটে একটি কৌশল দেখা গেছে- যা ব্যবহারকারীকে ফোন রুটিং, আনলকিং কিংবা সফটওয়্যার হ্যাকিংয়ের মতো কোনো ঝামেলা ছাড়াই গুগল অ্যাপস ইনস্টল করার সুবিধা দেয়। তবে কৌশলটি ব্যবহারের ক্ষেত্রে প্রাইভেসি এবং সিকিউরিটিতে কিছুটা ঝুঁকির ব্যাপার রয়েছে, তাই এটি সম্পূর্ণ নিখুঁত নয়।
মেট ৩০ সিরিজের ফোনে গুগল অ্যাপস ইনস্টল করার সহজ প্রক্রিয়াটি জানার আগে, চলুন ঝুঁকিগুলো জেনে নেওয়া যাক।
হুয়াওয়ে মেট ৩০ সিরিজের ফোনে গুগল অ্যাপস ইনস্টল করার ঝুঁকি
গুগল অ্যাপস ইনস্টল করার এ প্রক্রিয়াটি একটি থার্ড পার্টি প্ল্যাটফর্মের ‘এলজেড প্লে’ নামক অ্যাপের মাধ্যমে করতে হয়। আর এ কাজে অ্যাপটিকে অনেক বেশি পারমিশন দেওয়ার প্রয়োজন পড়ে যা প্রায় রুট অ্যাকসেস করতে দেয়ার মতো। অন্য ভাবে বলা যায়, মেট ৩০ সিরিজের ফোনে বুটলোডার আনলক না করে গুগল অ্যাপস ইনস্টল করার জন্য থার্ড পার্টি অ্যাপটিকে সিস্টেম লেভেলে পারমিশন দিতে হয়- যা গুগলের মাধ্যমে মনিটরিং করা হয় না।
সুতরাং অনেকেই এ কাজে যেতে চাইবে না। যা হোক, আপনি যদি এ উপায়ে গুগল অ্যাপস ইনস্টল করতে চান তাহলে করতে পারেন। প্রক্রিয়াটি সহজ এবং ভালোভাবে কাজ করে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটি। হুয়াওয়ের দেয়া ‘পি৩০ প্রো’ ফোনে এ উপায়ে গুগল অ্যাপস ইনস্টল করেছে অ্যান্ড্রয়েড অথোরিটি। আপনি যদি ‘এলজেড প্লে’ ইনস্টল করার ঝুঁকি নিতে চান, তাহলে নিচে উল্লেখিত ধাপগুলো অনুসরণ করুন। উল্লেখ্য, এই প্রক্রিয়াটি কেবল হুয়াওয়ের ডিভাইসে কাজ করবে, অন্য কোনো ফোনে নয়।
হুয়াওয়ে মেট ৩০ সিরিজের ফোনে যেভাবে গুগল অ্যাপস ইনস্টল করবেন
* আপনার হুয়াওয়ে মেট ৩০ বা মেট ৩০ প্রো ফোনে থাকা স্টক ব্রাউজার অ্যাপটি ওপেন করুন।
* এলজেড প্লে’র অফিসিয়াল ওয়েবসাইটে যান: www.lzplay.net।
* ওয়েবসাইটটি থেকে নীল রঙের বাটনে ক্লিক করে এলজেড প্লে এপিকে ফাইল ডাউনলোড করুন।
* ডাউনলোড হয়ে গেলে এপিকে ফাইলটি ইনস্টল করুন। ইনস্টল করার ক্ষেত্রে সিস্টেম যেসব নির্দেশাবলী দেয় তা অনুসরণ করুন।
* সঠিকভাবে ইনস্টল হওয়ার পর আপনার ফোনে গুগল প্লে স্টোর চলে আসবে।
* প্লে স্টোরে সাইন ইন করুন। এক্ষেত্রে সমস্যা হলে ফোনটি রিস্টার্ট করুন এবং প্লে স্টোর অ্যাপ পুনরায় ওপেন করুন। এবার স্বাভাবিক ভাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন গুগল অ্যাপস সহ যেকোনো অ্যাপস।
তথ্যসূত্র : অ্যান্ড্রয়েড অথোরিটি