বৃহস্পতিবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » নতুন পণ্য » বাজারে হুয়াওয়ের পাঁচ ক্যামেরার নতুন স্মার্টফোন
বাজারে হুয়াওয়ের পাঁচ ক্যামেরার নতুন স্মার্টফোন
দেশের বাজারে এসেছে হুয়াওয়ের পাঁচ ক্যামেরার নোভা সিরিজের নতুন স্মার্টফোন। ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাসহ ফোনটির পেছনে রয়েছে ৪৮, ১৬, ২ ও ২ মেগাপিক্সেলের চারটি ক্যামেরা।
হুয়াওয়ে সূত্রে জানা গেছে, ক্যামেরাকে গুরুত্ব দিয়ে তৈরি নোভা সিরিজের নতুন স্মার্টফোনটিতে কিরিন ৯৮০ চিপসেট, সুপার চার্জিং, ইএমইউআইহ ৯.১-সহ নানা ফিচার রয়েছে। আজ ১৮ সেপ্টেম্বর থেকে এটি বাজারে পাওয়া যাবে। ৬ দশমিক ২৬ ইঞ্চির হুয়াওয়ে পাঞ্চ ফুল ভিউ ডিসপ্লের ফোনটিতে ৮ জিবি র্যাম, অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেমের সঙ্গে থাকছে ১২৮ জিবি রম সুবিধা।
হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের (বাংলাদেশ) কান্ট্রি ডিরেক্টর কেলভিন ইয়াং বলেন, ‘নোভা সিরিজ সব সময় গ্রাহকদের জন্য দারুণ চমক নিয়ে আসে। ফোনটিতে পাঁচ ক্যামেরার পাশাপাশি ব্যবহার করা হয়েছে ফ্ল্যাগশিপ সিরিজের চিপসেট। ফোনটি আমাদের গ্রাহকদের প্রত্যাশা পূরণ করবে। এর দাম ৪৯ হাজার ৯৯৯ টাকা।’