বৃহস্পতিবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » ফের চালু হচ্ছে অনলাইনে জিডি
ফের চালু হচ্ছে অনলাইনে জিডি
দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও ঘরে বসে অনলাইনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার সুবিধা চালু করা হচ্ছে। শীঘ্রই ইন্টারনেটের মাধ্যমে যে কেউ এই অনলাইনে জিডি করতে পারবেন। পাইলট প্রকল্প আরও উন্নত করতে কারিগরি ত্রুটিগুলো সারানোর কাজ চলছে।
অনলাইন জিডি কার্যক্রম ॥ আপডেট ভার্সনে শীঘ্রই চালু হচ্ছে অনলাইন জিডি (জেনারেল ডায়রি)। আগামী মাসের মধ্যে পাইলট প্রকল্প হিসেবে নতুন সার্ভারে ঢাকা ও ময়মনসিংহে মেট্রোপলিটন পুলিশ অনলাইনে জেনারেল ডায়েরি (জিডি) ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালু করা হবে। ইতিবাচক ফল (ফিডব্যাক) পাওয়া গেলে দেশের সব থানা (৬৪৩টি) অনলাইন জিডি কার্যক্রমের আওতায় আনা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই (একসেস টু ইনফরমেশন) প্রকল্পের আওতায় এটি চালু করা হচ্ছে। পুলিশ সদর দফতরের আইসিটি বিভাগের অতিরিক্ত ডিআইজি মনিবুর রহমান জানান, আইসিটি বিভাগের সমন্বয়ে অক্টোবরের মধ্যে অনলাইন জিডি কার্যক্রম চালু করা হতে পারে। ঘরে বসে সাধারণ জনগণ অনলাইনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে পারবেন।
অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স ॥ সেবা প্রার্থীদের ভোগান্তি কমাতে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্ভিস চালু করে পুলিশ। বিষয়টি খুবই প্রশংসিত হয়। তবে ব্যাংকে টাকা জমা দেয়া ও ঠিকভাবে আবেদন না করতে পারায় অনেকের অনলাইন ক্লিয়ারেন্স পাওয়া বিলম্ব হয়। এ নিয়ে অভিযোগ রয়েছে। নাগরিকরা অনলাইনে টাকা জমা দেয়ার দাবি তুলেছেন। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোনালী ব্যাংক ও পুলিশ ব্যাংক ছাড়া এই মুহূর্তে কোন টাকা সরাসরি নিতে আগ্রহী নয়। তাই আপাতত এভাবেই টাকা জমা দিতে হবে। এ ব্যাপারে পুলিশ সদর দফতরের আইসিটি বিভাগের অতিরিক্ত ডিআইজি মনিবুর রহমান জানান, অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সেবা খুব ভালভাবেই চলছে। তবে কারও আবেদন যাচাই-বাছাই করে ক্লিয়ারেন্স সনদ দিতে যৌক্তিক সময় লাগে। এ নিয়ে অভিযোগের সুযোগ নেই।