বুধবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » বিএসএমএমইউর নতুন ওয়েব সাইট এর উদ্বোধন
বিএসএমএমইউর নতুন ওয়েব সাইট এর উদ্বোধন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডাঃ মিলন হলে সোমবার দুপুরে আধুনিক ও যুগোপযোগী নতুন একটি ওয়েব সাইটের ww(w.bsmmu.edu.bd) উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। এই ওয়েবসাইটে শিক্ষকদের গবেষণাপত্রগুলোও সংরক্ষণ করা হবে এবং প্রয়োজনমতো সেগুলো ব্যবহার করা যাবে। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রম আরও সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রাখবে এই ওয়েবসাইট। সেভাবেই ওয়েবসাইটটি নতুন করে ডিজাইন করা হয়েছে এবং সেরকম বিভিন্ন সুযোগ-সুবিধার অপশন রাখা হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম পেপারলেসসহ ডিজিটালাইজডকরণের বিষয়টি আরও এক ধাপ এগিয়ে গেল।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, অনলাইনেই যাতে রোগীরা বিভিন্ন ধরনের সেবা পান তা নিশ্চিত করা হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, ছাত্রছাত্রীসহ অন্যরা তাদের প্রয়োজনীয় কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে পারেন ও প্রয়োজনীয় তথ্যসমূহ জানতে পারেন। -বিজ্ঞপ্তি