বুধবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » শেরপুরে আইটি পার্কের যাত্রা শুরু
শেরপুরে আইটি পার্কের যাত্রা শুরু
বঙ্গবন্ধুর ডিজিটাল বাংলাদেশ গঠনের স্বপ্নকে আরও এগিয়ে নেয়ার প্রত্যয়ে সব ধরনের তথ্য প্রযুক্তিভিত্তিক সেবা নিয়ে একদল তরুণ উদ্যোক্তার হাত ধরে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ‘শেরপুর আইটি পার্ক’। সোমবার রাতে শেরপুর শহরের নিউমার্কেটেস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। বর্তমানে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির কল্যাণে বদলে গেছে মানুষের জীবনযাত্রা।
দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তি বড় একটি জায়গা করে নিয়েছে। যোগাযোগ, পড়াশোনা, কেনাকাটা, ব্যাংকিং, স্বাস্থ্যসেবা, অফিস আদালতের কাজকর্ম, বিনোদন, ব্যবসা-বাণিজ্য সব ক্ষেত্রেই এই মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সীমান্তবর্তী জেলা শেরপুরেও তথ্যপ্রযুক্তির সুবিধাকে কাজে লাগিয়ে এর সুফল তরুণ-তরুণীদের পৌঁছে দিতে কাজ করছে শেরপুর আইটি পার্কের ১১ সদস্যের একটি তরুণ দল।
এই দলের চেয়ারম্যান হিসেবে রয়েছেন ইফতেখার হোসেন পাপ্পু, কো-চেয়ারম্যান হিসেবে রয়েছেন এসএম জুবাইদুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন প্রকৌশলী তারিকুল ইসলাম। এছাড়া পরিচালক হিসেবে রয়েছেন সাইফুল ইসলাম রনি, রইচ উদ্দিন হৃদয়, মাসু জাহান মুন্নী, রাজাদুল ইসলাম, জয়ন্ত কুমার দে, হাসানুল বান্না সিফাত, কামরুন নাহার কণা ও আনিকা রহমান অন্তু।