বৃহস্পতিবার ● ৫ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » শুরু হল ফাইভ-জি নীতিমালা তৈরির উদ্যোগ
শুরু হল ফাইভ-জি নীতিমালা তৈরির উদ্যোগ
ফাইভ-জি নীতিমালা আগামী জানুয়ারি মাস নাগাদ তৈরি করবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিটিআরসিতে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক জাকির হোসেন খান জানান, মঙ্গলবার ফাইভ-জি নীতিমালা বিষয়ক কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
কমিটি ফাইভ-জির তরঙ্গ মূল্য,রূপরেখা তৈরি করবে।
জানা গেছে, ফাইভ-জি নেটওয়ার্ক চালুর বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বিটিআরসি ও মোবাইল ফোন অপারেটরদের প্রতিনিধিদের নিয়ে গত মাসে একটি কমিটি করে।
প্রসঙ্গত, ২০২১ সালে দেশে ফাইভ-জি চালুর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।