বৃহস্পতিবার ● ৫ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » নিকন নিয়ে আসবে আরও উন্নত ডিএসএলআর
নিকন নিয়ে আসবে আরও উন্নত ডিএসএলআর
নিজেদের নতুন ফ্ল্যাগশিপ ক্যামেরা নিয়ে কাজ করছে নিকন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের নতুন ডি৬ ডিএসএলআর ক্যামেরাটি হবে বাজারের সবচেয়ে উন্নত ডিএসএলআর।
প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেট জানিয়েছে, নতুন এ ক্যামেরাটির হার্ডওয়্যার স্পেসিফিকেশনের ব্যাপারে বিস্তারিত কিছু এখনও জানায়নি প্রতিষ্ঠানটি।
তবে নতুন ক্যামেরাটি যে চার বছরের পুরোনো মডেল ডি৫-এর থেকে উন্নত হবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। আশা করা হচ্ছে, সেন্সর ও প্রসেসিং প্রযুক্তির উন্নয়নের কারণে ডি৬-এ পাওয়া যাবে আরও উন্নত আইট্র্যাকিং, অটোফোকাস ও দ্রুত গতিসম্পন্ন শুটিং স্পিড।
এনগেজেট জানিয়েছে, নিকন ডি৬ সহজেই বাজারে ‘লো-এন্ড’ এবং মধ্য মানের বাজারে আধিপত্য বিস্তার করতে পারবে। নিকনের বর্তমান ডি৫ ক্যামেরাটি অটো এক্সপোজার এবং অটো ফোকাসে ১২ ফ্রেম প্রতি সেকেন্ড হিসেবে ২০.৮ মেগাপিক্সেলের ছবি তুলতে পারে। সে হিসেবে নতুন ডি৬-এর মান এর চেয়ে অনেক বেশি হওয়ারই কথা।
তবে কবে কবে নাগাদ ক্যামেরাটি বাজারে আসবে এবং এর দাম কত হবে, সে ব্যাপারে এখনও কিছু জানায়নি নিকন।