রবিবার ● ১ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » গ্যালাক্সি ফোল্ডের ‘সস্তা’ ভার্সন আনতে কাজ করছে স্যামসাং
গ্যালাক্সি ফোল্ডের ‘সস্তা’ ভার্সন আনতে কাজ করছে স্যামসাং
পর্দায় ত্রুটির কারণে কয়েক দফা বিলম্বের পর অবশেষে ৬ সেপ্টেম্বর বাজারে আসছে স্যামসাংয়ের প্রথম ফোল্ডএবল স্মার্টফোন গ্যালাক্সি ফোল্ড। নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে ডিভাইসটির একটি সস্তা সংস্করণ নিয়েও কাজ করছে স্যামসাং।
বর্তমান গ্যালাক্সি ফোল্ডের বাজার মূল্য দুই হাজার মার্কিন ডলার, যা বেশিরভাগ গ্রাহকের নাগালের বাইরে। এ কারণেই অপেক্ষাকৃত কম দামের আরেকটি গ্যালাক্সি ফোল্ড ডিভাইস নিয়ে কাজ করছে স্যামসাং। বলা হচ্ছে, এই সংস্করণটির দাম হবে এক হাজার মার্কিন ডলার– খবর আইএএনএস-এর।
নতুন গ্যালাক্সি ফোল্ডের দাম কমাতে ৫১২ গিগাবাইইট স্টোরেজের বদলে ২৫৬ গিগাবাইট স্টোরেজ রাখা হবে বলে জানানো হয়েছে।
বছরের শুরুতেই সর্বপ্রথম ফোল্ডএবল স্মার্টফোনটি উন্মোচন করে স্যামস্যাং। ৪.৬ ইঞ্চি পর্দার স্মার্টফোনটির ভাঁজ খুললে একে ৭.৩ ইঞ্চি পর্দার ট্যাবলেট হিসেবে ব্যবহার করা যায়।
কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ অক্টাকোর প্রসেসরের সঙ্গে ডিভাইসটিতে রাখা হয়েছে ১২ গিগাবাইট র্যাম ও ৫১২ গিগাবাইট স্টোরেজ।
ডিভাইসটির পেছনে রয়েছে তিনটি ক্যামেরা সেন্সর। এর মধ্যে একটি ১৬ মেগাপিক্সেল এবং দুইটি ১২ মেগাপিক্সেল সেন্সর। আর ডিভাইসটির সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
১৯৮০ মার্কিন ডলারের এই ফোল্ডএবল ডিভাইসটি পর্যালোচকদের হাতে আসার পরপরই বিভিন্ন ডিভাইসের পর্দা ভেঙ্গে যেতে দেখা গেছে। এতে নিজেদের নতুন উদ্ভাবন দেখাতে বিপাকে পড়ে প্রতিষ্ঠানটি। পরবর্তীতে ডিভাইসটির সরবরাহ বিলম্বিত করার সিদ্ধান্ত নেয় তারা।