সোমবার ● ১৮ জুন ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফেসবুক থেকে বিদায় নিচ্ছেন ব্রেট টেলর
ফেসবুক থেকে বিদায় নিচ্ছেন ব্রেট টেলর
ফেসবুকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ব্রেট টেলর গত শুক্রবার ঘোষণা করেছেন যে তিনি আর ফেসবুকে থাকছেন না। তিনি জানিয়েছেন, বন্ধুর সঙ্গে যৌথভাবে একটি প্রতিষ্ঠান খুলবেন। ফেসবুক কর্তৃপক্ষ তাদের শেয়ার জনগণের কাছে উন্মুক্ত করে দেওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে ব্রেট টেলর এই ঘোষণা দিলেন। এ ব্যাপারে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বার্তা সংস্থা এএফপির কাছে পাঠানো ই-মেইল বার্তায় বলেন, আমি ব্রেট টেলরের সঙ্গে এত দিন খুব আনন্দের সঙ্গে কাজ করেছি। তিনি আমার বন্ধুর মতো। তিনি তাঁর কাজে খুব আন্তরিক ছিলেন। তিনি ফেসবুকের জন্য যা করেছেন, সে জন্য আমি ব্রেট টেলরের কাছে চিরকৃতজ্ঞ থাকব এবং তিনি এখন যে নতুন কোম্পানি গড়তে যাচ্ছেন, সে জন্য তাঁর প্রতি রইল আমার শুভেচ্ছা ও অভিনন্দন। ব্রেট টেলর তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘ফেসবুক ছেড়ে যেতে হচ্ছে বলে আমি খুবই দুঃখিত। কিন্তু এটা ভেবে আমি উত্তেজিত যে আমার বন্ধু কেভিন গিবসের সঙ্গে আমি নতুন একটি প্রতিষ্ঠান গড়তে যাচ্ছি।’ ব্রেট টেলরের নতুন প্রতিষ্ঠানের ধরন কী হবে, সে ব্যাপারে তিনি কোনো আভাস দেননি। তিনি জাকারবার্গকে তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের একজন বলে অভিহিত করেছেন। -এএফপি অবলম্বনে এস এম জুবায়ের