বুধবার ● ২৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » হুয়াওয়ের ৫জি মোবাইল নেটওয়ার্ক বিষয়ে এ বছরই সিদ্ধান্ত নেবে যুক্তরাজ্য
হুয়াওয়ের ৫জি মোবাইল নেটওয়ার্ক বিষয়ে এ বছরই সিদ্ধান্ত নেবে যুক্তরাজ্য
৫জি মোবাইল নেটওয়ার্ক পরিকল্পনা থেকে হুয়াওয়েকে বাদ দেওয়া হবে কিনা সে বিষয়ে এ বছরই সিদ্ধান্ত নেবে যুক্তরাজ্য, এমনটাই জানিয়েছেন দেশটির এক মন্ত্রী।
বিবিসিকে যুক্তরাজ্যের ডিজিটাল, সংস্কৃতি, সংবাদমাধ্যম ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিকি মরগান বলেন, “বসন্তের মধ্যেই সরকার সিদ্ধান্ত নেবে বলে আশা করা যাচ্ছে।”
মরগান আরও বলেন, নিজেদের নেটওয়ার্ক নিরাপদ রাখতে তাদের “সঠিক সিদ্ধান্ত নিতে হবে”।
চলতি বছরের জুন মাসে চীনের পক্ষ থেকে যুক্তরাজ্যকে সতর্ক করা হয়েছে যে, ৫জি নেটওয়ার্ক থেকে হুয়াওয়েকে বাতিল করাটা “খুব বাজে ইঙ্গিত দেয়।”
মরগান বলেন, “আমি আশা করছি আমরা বসন্তের মধ্যে কিছু করতে পারবো। কিন্তু আমরা সঠিক সিদ্ধান্ত নিতে চাই এবং আমাদের নিশ্চিত করতে হবে এটি দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত, আমাদের নেটওয়ার্ক যাতে নিরাপদ থাকে তাও নিশ্চিত করতে হবে।”
“এই মুহুর্তে সরকারি নেটওয়ার্কে ব্যবস্থায় হুয়াওয়ে নেই এবং এটা এমনই থাকবে, কিন্তু আমরা সব বিষয়ে নজর রাখবো।”
রোববার ফ্রান্সের বিয়ারিতজে অনুষ্ঠিত জি৭ সামিটে ৫জি এবং হুয়াওয়ের বিষয় নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন এবং প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।