সর্বশেষ সংবাদ
ঢাকা, জানুয়ারী ২৩, ২০২৫, ১০ মাঘ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ২৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » অনলাইনে জন্মনিবন্ধনে বাজে অভিজ্ঞতার মুখোমুখি ভুক্তভোগী
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » অনলাইনে জন্মনিবন্ধনে বাজে অভিজ্ঞতার মুখোমুখি ভুক্তভোগী
৮৬১ বার পঠিত
বুধবার ● ২৮ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনলাইনে জন্মনিবন্ধনে বাজে অভিজ্ঞতার মুখোমুখি ভুক্তভোগী

---
অনলাইনে জন্মনিবন্ধন করতে সীমাহীন ভোগান্তিতে পড়তে হচ্ছে আবেদনকারীদের। পরিস্থিতি এতটাই ভয়ানক যে রীতিমতো ধৈর্যের সঙ্গে যুদ্ধ করতে হয়। সার্ভারের সমস্যার কারণে সামান্য একটা আবেদন করতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগছে, কখনও কখনও কয়েকদিনের চেষ্টাও হচ্ছে বিফল।

মেয়ের জন্ম নিবন্ধন করতে গিয়ে খুবই বাজে অভিজ্ঞতার মুখোমুখি হন মাহমুদ খান নামে একজন ভুক্তভোগী।
মেয়ের জন্ম নিবন্ধনের জন্য প্রথমে তিনি হাতে পূরণ করা একটি আবেদনপত্র গ্রামের ইউনিয়ন পরিষদ অফিসে জমা দেন। সেখানে কয়েকদিন চলে গেলেও নিবন্ধন হয়নি। দেরির কারণ জানতে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট সদস্যের সঙ্গে (মেম্বার) কয়েক দফা যোগাযোগ করা হলে দেরির কারণ হিসেবে সার্ভারের সমস্যার কথা জানানো হয়।

এভাবে কয়েকদিন চলে যাওয়ার পর যোগাযোগ করা হলে ইউপি সদস্য একই কথা বলেন এবং সময় নেন।
এরপর ভুক্তভোগী মাহমুদ খান নিজেই অনলাইনে জন্মনিবন্ধনের আবেদন করে ইউনিয়ন পরিষদে জমা দেওয়ার সিদ্ধান্ত নেন।
মাহমুদ বলেন, প্রথমে খুব রাগ হচ্ছিল। পরে ভাবলাম আমি নিজেই তো অনলাইনে আবেদন ইউনিয়ন পরিষদে জমা দিতে পারি। কিন্তু নিজে কাজটি করতে গিয়ে যে ভোগান্তিতে পড়েছি তা বলে শেষ করা যাবে না।
গত শুক্রবার (২৩ আগস্ট) থেকে মঙ্গলবার (২৭ আগস্ট) বাসায় এবং দোকানে বারবার চেষ্টা করেও সার্ভারের সমস্যার কারণে এখনও অনলাইনে আবেদন করতে পারেননি বলে জানান তিনি।

বাসায় চেষ্টার পাশাপাশি মিরপুর-১৩ নম্বরের দু’টি কম্পিউটারের দোকানে চেষ্টা করেছেন জানিয়ে মাহমুদ বলেন, একটি দোকানে গিয়ে জন্মনিবন্ধনের আবেদন করার কথা বললে প্রথমে রাজি হয়নি। পরে ব্যক্তিগত সম্পর্কের কারণে দোকানের কম্পিউটার অপারেটরসহ আধঘণ্টার চেষ্টায় নিবন্ধকের কার্যালয় সিলেক্ট করা পর্যন্ত যেতে পারিনি। পরে দোকানের অন্য কাস্টমারদের সময় নষ্ট হচ্ছে এজন্য এ যাত্রায় চেষ্টা বাতিল করা হয়।
তিনি বলেন, অন্য আরেকটি কম্পিউটারের দোকানে গেলে জন্মনিবন্ধনের আবেদনের কথা শুনে কম্পিউটার অপারেটর বলেন, এর সার্ভার ভয়ানক খারাপ। এত সময় নিয়ে আমরা এটা করতে পারবো না। আপনি নিজে যদি করতে পারেন তবে করে নেন। সেখানেও এক ঘণ্টার নিষ্ফল চেষ্টা করি।

এ বিষয়ে আরও দু’জন ভুক্তভোগী  বলেন, তথ্যপ্রযুক্তির বিভিন্ন সেক্টরে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন সরকারির অফিসের সার্ভার, বিশেষ করে জন্মনিবন্ধনের মতো এত গুরুত্বপূর্ণ সার্ভারের এত বাজে অবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
অন্তত ১০/১২ দফায় চেষ্টা করেছেন এবং বিভিন্ন ধাপে গিয়ে সার্ভারের সমস্যার কারণে শেষ পর্যন্ত আবেদনটি সম্পন্ন করতে পারেননি বলে জানান মাহমুদ খান।
ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে জন্মনিবন্ধনসহ বিভিন্ন ডিজিটাল সেবার কাজ করেন এমন একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, একেকটা জন্ম নিবন্ধন করতে কখনও কখনও ৪/৫ ঘণ্টা সময় লাগে। সার্ভারে প্রচুর সমস্যা।
অনলাইনে আবেদন শুরুর আগে বিভাগ, জেলা, থানা, ইউনিয়ন ধাপ ওয়ার্ড পর্যন্ত নির্বাচন করতে হয়। এরপর অনলাইনে জন্মনিবন্ধনের আবেদন ফরম প্রথমে বাংলায় (ইউনিকোড) ও পরবর্তীতে ইংরেজিতে পূরণের পর সংরক্ষণ বাটনে ক্লিকের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হয়।

অনলাইনে আবেদন করতে গিয়ে যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন তার বিবরণ তুলে ধরে মাহমুদ বলেন, ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে ‘ক্লিক করুন’- এখানে ক্লিক করে আবেদন শুরু করতে হয়। এটি ক্লিক করার পর আবেদনের পেজ আসতে অনেক সময় নেয়, কখনও কখনও পেজটি আসেই না।
তিনি বলেন, ভাগ্য ভালো হলে পেজটি যদি আসে তবে পরের ধাপে বিভাগ, জেলা, ইউনিয়ন, ওয়ার্ড সিলেক্ট করতে হয়। কিন্তু এ ধাপে এগুলো সহজে সিলেক্ট হয় না। বিভাগ সিলেক্ট করার পর আর জেলা সিলেক্টের ধাপে আর যাওয়া যায় না। বারবার চেষ্টা করতে হয়। কখনও কখনও এই সিলেক্ট করার প্রক্রিয়ার মধ্যে থাকতে থাকতে আর সামনে যাওয়া যায় না।
বহুবারের চেষ্টায় একবার সবগুলো অপশন সিলেক্ট করে আবেদন ফরমে বাংলা অংশ পূরণ করতে পেরেছেন। কিন্তু বাংলা অংশ শেষ করে পরবর্তী অপশনের ক্লিক করে আর সামনে এগোতে পারেননি। বারবার পরবর্তী অপশনের ক্লিক করেও আর সামনে যেতে পারেননি।

শেষ পর্যন্ত আবেদনপত্র অসমাপ্ত থেকে যায় বলে জানান তিনি।
আবেদন করতে গিয়ে মাঝপথে গিয়ে সার্ভার আর কাজ না করলে আবার প্রথম থেকে শুরু করতে হয়।
হাইস্পিড ইন্টারনেট সংযোগের কম্পিউটারে বসে যাচাই করেও অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর পৌনে তিনটা থেকে চেষ্টা শুরু করে পৌনে দু’ঘণ্টার চেষ্টায় বিভাগ থেকে ওয়ার্ড পর্যন্ত নির্বাচন (সিলেক্ট) করা গেছে। একটি সিলেক্ট করার পর পরেরটি সিলেক্ট করার অপশন সহজে আসে না। বারবার পরবর্তী অপশনে ক্লিক করতে করতে এত লম্বা সময়ে এটুকু এগোনো গেছে।

এরপর কম্পিউটারে বসে ওয়ার্ড সিলেক্ট করার ২০ মিনিট চেষ্টা করেও মূল আবেদন ফরমে যাওয়া সম্ভব হয়নি।
অথচ মূল আবেদন শুরুর আগে বিভাগ থেকে ওয়ার্ড সিলেক্ট পর্যন্ত যেতে কোনোভাবেই ৩০ থেকে ৪০ সেকেন্ড সময়ের চেয়ে বেশি লাগার কথা নয়।
এ বিষয়ে জানতে চাইলে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক রেজিস্ট্রার জেনারেল মানিক লাল বণিক বলেন, সার্ভারের আপগ্রেডেশনের জন্য কাজ করছি, কাজ চলছে। এটি ২০১০ সালে ইনস্টল করা হয়েছে। এরপর এখন আমরা আবার নতুন করে আপগ্রেডেশন করছি।

তিনি বলেন, ২০১০ সালে যখন এটি করা হয় তখন একই সময়ে দুই হাজার লোক হিট করতে পারতো। এখন একই সময়ে অনেক বেশি হিট হচ্ছে। এর ক্যাপাসিটি বাড়ানোর জন্য আমরা কাজ করছি। কখনও কখনও ৮/১০ হাজার হিট করে।
আগামী দু’মাসের মধ্যে আপগ্রেডেশন করা সম্ভব হবে বলে আশা করেন তিনি।



ডিজিটাল বাংলা এর আরও খবর

করোনা ভাইরাস প্রাদুর্ভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিপিও শিল্প খাত করোনা ভাইরাস প্রাদুর্ভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিপিও শিল্প খাত
করোনার ঝুঁকি নিয়ে সকল প্রকার ওয়াটার ফিল্টার পাইকারি ও খুচরা মুল্যে  ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি- আজিজুল ইসলাম করোনার ঝুঁকি নিয়ে সকল প্রকার ওয়াটার ফিল্টার পাইকারি ও খুচরা মুল্যে ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি- আজিজুল ইসলাম
বাংলাদেশে দ্রুত বিকাশ লাভ করছে ডিজিটাল অর্থনীতি, সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাজ্য। বাংলাদেশে দ্রুত বিকাশ লাভ করছে ডিজিটাল অর্থনীতি, সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাজ্য।
আইওটি, বিগডাটা, রোবটিক প্রযুক্তির মহাসড়ক হচ্ছে ফাইভ-জি: মোস্তাফা জব্বার আইওটি, বিগডাটা, রোবটিক প্রযুক্তির মহাসড়ক হচ্ছে ফাইভ-জি: মোস্তাফা জব্বার
৭৭২ দুর্গম ইউনিয়নে যাচ্ছে দ্রুত গতির ইন্টারনেট ৭৭২ দুর্গম ইউনিয়নে যাচ্ছে দ্রুত গতির ইন্টারনেট
৩০ নভেম্বরের পর অবৈধ অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা: মুরাদ হাসান ৩০ নভেম্বরের পর অবৈধ অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা: মুরাদ হাসান
সেনাবাহিনীতে তথ্য প্রযুক্তির সুবিধা যথাযথভাবে কাজে লাগান: রাষ্ট্রপতি সেনাবাহিনীতে তথ্য প্রযুক্তির সুবিধা যথাযথভাবে কাজে লাগান: রাষ্ট্রপতি
অ্যাপিকটা পুরস্কার পেল জেনেক্স ইনফোসিস ও এটুআই অ্যাপিকটা পুরস্কার পেল জেনেক্স ইনফোসিস ও এটুআই
চার বছরে ডিজিটাল অর্থনীতির উন্নয়নে শীর্ষ চারে বাংলাদেশ চার বছরে ডিজিটাল অর্থনীতির উন্নয়নে শীর্ষ চারে বাংলাদেশ
৫০টি গ্রামকে ‘ডিজিটাল ভিলেজ’ হিসেবে গড়ে তুলবে সরকার ৫০টি গ্রামকে ‘ডিজিটাল ভিলেজ’ হিসেবে গড়ে তুলবে সরকার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বাংলাদেশে আইস ওয়ার্পের সুরক্ষিত ইমেইল সেবা দিচ্ছে স্মার্ট টেকনোলজিস
ওয়াদা’র সাথে অনার এর অংশীদারিত্ব
বাক্কো সদস্যদের জন্য ‘গভর্নমেন্ট প্রকিউরমেন্ট সিস্টেম ফর সার্ভিসেস’ কর্মশালা অনুষ্ঠিত
‘ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নারীর প্রতি সহিংসতা রোধে করনীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
২৬তম অন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১০টি পদক পেল বাংলাদেশ
এশিয়ান সুডোকু চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অংশগ্রহন
ঢাকায় ‘আমি কি এআই কে বিশ্বাস করতে পারি?’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
সর্বোচ্চ নিরাপত্তা সনদ পেল হুয়াওয়ের ডেটা স্টোরেজ সিস্টেম
বাংলাদেশের বাজারে লেনোভো ইয়োগা ২ ইন ১ ল্যাপটপ
বিশ্বের শীর্ষ ১০ স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় টেকনো