সর্বশেষ সংবাদ
ঢাকা, জানুয়ারী ২৩, ২০২৫, ১০ মাঘ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ২৭ আগস্ট ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » বড় ধরনের চমক নিয়ে আসছে ‘আইফোন-১১’
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » বড় ধরনের চমক নিয়ে আসছে ‘আইফোন-১১’
৯২৬ বার পঠিত
মঙ্গলবার ● ২৭ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বড় ধরনের চমক নিয়ে আসছে ‘আইফোন-১১’

সম্ভাব্য আইফোন-১১
প্রযুক্তির বাজারের বহুল প্রত্যাশিত মাস সামনে। প্রতিবছরই সেপ্টেম্বর এলে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল নিজের বাহাদুরি দেখায়, নতুন নতুন প্রযুক্তি উন্মোচন করে। অন্যান্য ফোনের সঙ্গে টেক্কা দিয়ে বের করে বিভিন্ন ফ্ল্যাগশিপের আইফোন। এবারও এর ব্যতিক্রম হওয়ার কথা নয়; বাজারে গুঞ্জল চলছে, ২০১৯ সালেও সেপ্টেম্বরেই ‘আইফোন-১১’ সিরিজের তিনটি মডেল নিয়ে লঞ্চ অনুষ্ঠানে যাচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

যদিও শুরুতে সেপ্টেম্বরের মাঝামাঝিতে আইফোন বাজারে ছাড়ার প্রচলিত ‘রীতি’তে এবার ব্যতিক্রম ঘটতে পারে বলে ইঙ্গিত ছিল।
এখনও অ্যাপল কিছু জানায়নি। তবে কোম্পানিটির প্রতি চরম কৌতূহল বলেন আর সীমাহীন আগ্রহ বলেন, সেটা থেকে অনেক প্রযুক্তিবিদ আগামীতে আইফোনের কী কী ফ্ল্যাগশিপ আসছে, তার ধারণা দিয়েছেন বরাবরের মতো এবারও। তারা বলছেন, অবিশ্বাস অনেক চমক নিয়ে সেপ্টেম্বরে হাজির হচ্ছে অ্যাপল। এর মধ্যে সর্বশেষ উচ্চ প্রযুক্তির কনফিগারেশনে ‘আইফোন-১১’, ‘১১-ম্যাক্স’ এবং ‘১১-আর’ বাজারে আসছে এবারের ‘অ্যাপল ফ্লাগশিপ’ হিসেবে।
প্রযুক্তিবিদরা বলছেন, সবসময়ের গুজবকে ধন্যবাদ জানিয়েই বলছি, আমরা ইতোমধ্যে জেনেছি, আইফোন প্রথমবারের মতো একসঙ্গে তিনি ক্যামেরা সিস্টেম রেখে প্রযুক্তিপ্রেমীদের চমকে দিতে আসছে। সঙ্গে থাকছে প্রথমবারের মতো পেন্সিল সিস্টেমও। এছাড়া আমরা প্রত্যাশা করছি, এবারের তিনটি মডেলেই সাত ন্যানোমিটারের এ-১৩ চিপ, নতুন ট্যাপটিক ইঞ্জিন এবং একটি উন্নত ফেস আইডি সিস্টেমও থাকবে।

বিভিন্ন গুঞ্জন থেকে নির্ভরযোগ্য প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম বলছে, আইফোন-১১ আগামী ১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) লঞ্চ হবে। তবে ২০ সেপ্টেম্বরের আগে এটি বিক্রির জন্য প্রস্তুত হবে। ১৩ সেপ্টেম্বর থেকে শুধু প্রি-অর্ডার চলবে। এছাড়া ইতোমধ্যেই আমরা জেনেছি, আইফোনের এবারের ফ্ল্যাগশিপ ব্যয়বহুল হবে। কিন্তু কতটুকু ব্যয়বহুল হবে, তা এখনও নিশ্চিত নয়। যদি ২০১৮ এর আইফোন লাইনআপের মতো কিছু হয়, তবে সম্ভবত ৯৯৯ পাউন্ড এবং এক হাজার ৯৯ পাউন্ডে শুরু হবে এক্সএস এবং এক্সএস-ম্যাক্স মডেলের দাম। আর এলসিডি মডেল শুরু হতে পারে ৭৯৯ পাউন্ড থেকে।
আইফোনে বড় ধরনের চমক আসছে দাবি করে প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ব্লুমবার্গ বলছে, অ্যাপল আসছে একসঙ্গে তিন ক্যামেরা সিস্টেমের ফিচার নিয়ে। সঙ্গে ওয়্যারলেস চার্জিং কার্যকারিতা এবং একটি নতুন মাল্টি-এঙ্গেল ফেস আইডি সেন্সরও সংযুক্ত থাকছে।

যদিও এসব তথ্য গুঞ্জন হিসেবে উল্লেখ করা হয়েছে, তারপরও বাস্তবতা যে এর ধারেকাছে থাকবে না, এটা কিন্তু নয়। কেননা, অ্যাপল নিয়ে প্রতিবছরই প্রযুক্তিপাড়ার গুঞ্জনই প্রায় সত্যি হয়েছে।
যত যা-ই হোক, আইফোনের আসল ব্যাপার জানতে আরও মাসখানেক অপেক্ষা করতেই হচ্ছে। আর ততদিনে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এ ডিভাইসটির নতুন নতুন আরও গুঞ্জন স্মার্টফোন বাজার মাতিয়ে তুলবে।
প্রত্যেক বছরেরই সেপ্টেম্বরে আইফোনের নতুন মডেল উন্মোচন অনুষ্ঠান করে অ্যাপল। সেটাতে মুক্তি পায় বছরের সেরা নতুন নতুন আকর্ষণীয় মডেল। সে হিসেবে প্রযুক্তিপ্রেমীদেরও তুমুল মনোযোগ থাকে মাসটির দিকে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বাংলাদেশে আইস ওয়ার্পের সুরক্ষিত ইমেইল সেবা দিচ্ছে স্মার্ট টেকনোলজিস
ওয়াদা’র সাথে অনার এর অংশীদারিত্ব
বাক্কো সদস্যদের জন্য ‘গভর্নমেন্ট প্রকিউরমেন্ট সিস্টেম ফর সার্ভিসেস’ কর্মশালা অনুষ্ঠিত
‘ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নারীর প্রতি সহিংসতা রোধে করনীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
২৬তম অন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১০টি পদক পেল বাংলাদেশ
এশিয়ান সুডোকু চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অংশগ্রহন
ঢাকায় ‘আমি কি এআই কে বিশ্বাস করতে পারি?’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
সর্বোচ্চ নিরাপত্তা সনদ পেল হুয়াওয়ের ডেটা স্টোরেজ সিস্টেম
বাংলাদেশের বাজারে লেনোভো ইয়োগা ২ ইন ১ ল্যাপটপ
বিশ্বের শীর্ষ ১০ স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় টেকনো