সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ২৪, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ২৬ আগস্ট ২০১৯
প্রথম পাতা » আইসিটি জার্নাল » ডিজিটাল প্রযুক্তির মেলায় বাংলাদেশ
প্রথম পাতা » আইসিটি জার্নাল » ডিজিটাল প্রযুক্তির মেলায় বাংলাদেশ
৯৭৬ বার পঠিত
সোমবার ● ২৬ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডিজিটাল প্রযুক্তির মেলায় বাংলাদেশ

মোস্তাফা জব্বার
২০১৮ সালে বার্সিলোনার বিশ্ব মোবাইল কংগ্রেস আমাদের ৫জিসহ, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, বিগ ডাটা, ব্লক চেইন ইত্যাদি নিয়ে বিশ্বের সেরা কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করার সুযোগ তৈরি করে দেয়। বিশেষ করে চীনা কোম্পানিগুলো এবং ৫জির প্রতি সারা দুনিয়ার ঝোঁক আমাদের পুরো ভ্রমণকালটাকেই আপ্লুত করে তোলে। তবে আমরা কেবল চীনাদের দিকেই তাকিয়ে থাকিনি। বরং চীনাদের পাশাপাশি এরিকসন, ই-ডটকো, কোয়ালকম, নকিয়া ইত্যাদি কোম্পানির সঙ্গেও আমরা প্রযুক্তি নিয়ে কথা বলেছি। একই সঙ্গে আমরা কথা বলি আইটিইউর মহাসচিব হাওলিন ঝাও এবং জিএসএমএ ও সবার জন্য ইন্টারনেট ইত্যাদি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে। আনন্দের বিষয় ছিল বাংলাদেশী প্রতিষ্ঠান রিভ সিস্টেমসের স্টল দেখা। তবে প্রযুক্তির অসাধারণ আলোচনার মাঝে স্থাপত্যের এক উজ্জ্বল আলো যার নাম গাউডির গির্জা, সত্যিকারভাবেই আমাদের মুগ্ধ করে।

এরিকসনের প্যাভিলিয়নে : দুপুর বারোটার দিকে বৈঠক হলো এরিকসনের সঙ্গে। তারা দেখাল তাদের ৫জি প্রযুক্তি। এর আগে ৫জি প্রযুক্তির চমৎকারিত্ব আমরা হুয়াওয়ের স্টলে দেখে এসেছি। এরিকসন হুয়াওয়ের আমেজটাকে অতিক্রম করতে পারল না। আমরা প্রায় সবাই অনুভব করলাম যে, এরিকসনকে অনেকটা পথ পাড়ি দিতে হবে প্রতিযোগিতায় টিকে থাকতে। বস্তুত এরিকসনের সঙ্গে আমাদের তেমন কোন ইস্যু ছিল না- তাই লম্বা আলোচনারও প্রয়োজন হয়নি।
ই-ডটকো : দুপুর সোয়া দুইটায় দেখা হলো ই-ডটকো নামক একটি প্রতিষ্ঠানের সঙ্গে। তারা বাংলাদেশে মোবাইলের টাওয়ার বানায়। এটি মালয়েশীয় প্রতিষ্ঠান এক্সিয়াটার প্রতিষ্ঠান। বাংলাদেশের রবি তাদের সহযোগী। এবার টাওয়ার নিলামে চারটি কোম্পানি যে লাইসেন্স পেয়েছে তাতে ই-ডটকোও একটি। তারা সরকারের সহযোগিতার আশ্বাস চাইল।

আইটিইউর মহসচিব হাওলিন ঝাওয়ের সঙ্গে সভা : আইটিইউ বা আন্তর্জাতিক টেলিকম ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক পুরনো। সেই ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সংস্থাটির সদস্যপদ গ্রহণ করেন। বস্তুত, এই সংস্থাটি সারা বিশ্বের টেলিযোগাযোগ ব্যবস্থার প্রাণ কেন্দ্র। সেই ফিক্সড ফোনের যুগ থেকে ৫জি পর্যন্ত সকল কিছুই এই সংস্থাকে ঘিরে আবর্তিত হয়। ফলে এই সংস্থার মহাসচিব হাওলিন ঝাওয়ের সঙ্গে বৈঠক করাটা টেলিকম মন্ত্রী ও সঙ্গীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওইদিনের পরের দুটি মিটিং খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিকেল সাড়ে তিনটায় আইটিইউএর মহাসচির হাওলিন ঝাওয়ের সঙ্গে বৈঠক হলো। ঝাও বাংলাদেশের এক অকৃত্রিম বন্ধু। তিনি বাংলাদেশ সফর করেছেন। বাংলাদেশের তথ্য আপা তার মাথার মধ্যে গেঁথে আছে। আমাদের ডিজিটাল রূপান্তর তার কাছে অন্য যে কোন দেশের জন্য অনুকরণীয় বলে জানালেন তিনি। আমরা তখন ভেবেছিলাম যে, আইটিইউতে নির্বাচন করব। আমাদের ইচ্ছার কথা জেনেই ঝাও বাংলাদেশকে সমর্থন প্রদানের আশ্বাস দিলেন। বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের ব্যাপক প্রশংসা করলেন তিনি।

জিএসএমএর সঙ্গে বৈঠক : বিকেল পৌনে পাঁচটার বৈঠকটি ছিল জিএসএমএ’র সঙ্গে। সভায় এঝগঅ’র এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান, উপদেষ্টা এবং সিনিয়র পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। আমার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিগণ দ্বিপাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করেন। জিএসএমএ বরাবরই মোবাইল অপারেটরদের স্বপক্ষে কথা বলে। বস্তুত এটি অপারেটরদের বিশ্ব সমিতি। বাংলাদেশের নিয়ম নীতি, স্পেক্ট্রাম দাম ও অন্যান্য বিষয় তাদের আলোচনায় ছিল। জিএসএমএ প্রতিনিধিগণ Ernest & Young (E&Y) নামক ট্যাক্স এ্যাডভাইসরি ফার্ম কর্তৃক সম্পন্ন তাদের অনুমোদিত ট্যাক্স স্ট্যাডি রিপোর্ট এবং মোবাইল ফর ডেভেলপমেন্ট ন্যাশনাল ডায়ালগ সম্পর্কিত বাংলাদেশের প্রতিবেদনে প্রকাশ করার পরিকল্পনা বিষয়েও আলোচনা করেন। এছাড়াও দ্বিপাক্ষিক সভায় ৪এ অকশন, ইনফ্রাস্টাকচার শেয়ারিং, ইএমএফ রেডিয়েশন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীকে ডিজিটাল আইডি প্রদানের ক্ষেত্রে ব্লক চেন প্রযুক্তি ব্যবহারের বিষয়ে আলোচনা করা হয়।
এর মধ্য দিয়েই আমাদের ২৭ ফেব্রুয়ারি ‘১৮ কেটে যায়। মেলা থেকে বের হয়ে কেবল সবাই মিলে রাতের খাবার গ্রহণ করা ছাড়া আর কোন কাজে মনযোগী হওয়ার উপায় ছিল না আমাদের। পুরো দিনের ধকল শেষে শান্তির ঘুমে রাত পার হলে সকালে নাশতা সেরে পরের দিনটা শুরু হলো বিকেলে বেলা আড়াইটায়।

সবার জন্য ইন্টারনেট : ২৮ তারিখ বসি আমরা সবার জন্য ইন্টারনেট নিয়ে আলোচনা করতে। Alliance for Affordable internt (A4AI)-এর সঙ্গে অনুষ্ঠিত এই সভায় অ৪অও এবং তার উচ্চ পর্যায়ের পলিসি পার্টনারগণ অ৪অও লক্ষ্য/উদ্দেশ্য জাতীয় পর্যায়ে বাস্তবায়নের জন্য একসঙ্গে কাজ করার বিষয়ে একমত পোষণ করা হয়। এছাড়াও ২০১৭ সালে Alliance for Affordable internet-এর প্রভাব এবং ২০১৮ সালের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। বিষয়টি নিয়ে ঢাকায় বসেও একবার আমার সঙ্গে আলোচনা হয়েছিল। তাই আমরা বিষয়টিতে স্বাচ্ছন্দ্যবোধ করছিলাম। বস্তুত, আমার ভাবনার সঙ্গে এই ভাবনাটির দারুণ মিল আছে। আমি নিজে বিশ্বাস করি দুনিয়াটা ইন্টারনেটের। আগামীতে এটি আরও বেশি ইন্টারনেট নির্ভর হবে। সেই ইন্টারনেট সকলের কাছে পৌঁছাতে হবে এবং সকলের ক্রয়ক্ষমতার মাঝে এর মূল্য থাকতে হবে। এই আলোচনার পরপরই আমরা চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান জেডটিইর সঙ্গে আলোচনায় বসি।

কোয়ালকম ও নকিয়া : কোয়ালকম আর নকিয়ার সঙ্গে বসার আগে আমরা চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান জেডটিইর সঙ্গে বসি। আমরা কোয়ালকম এবং নকিয়ার সঙ্গে প্রধানত ৫জি প্রযুক্তি বিষয়ে কথা বলি। যেহেতু পুরো মেলাতেই আলোচ্য বিষয় ছিল ৫জি এবং প্রদর্শণীর মূল কেন্দ্রটাও ছিল ৫জি সেহেতু ওরাও তাতেই আগ্রহী ছিল। বস্তুত, তাদের বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করাটাই আমাদের প্রধান লক্ষ্য ছিল। কোয়ালকম তাদের আগ্রহ প্রকাশ করে। নকিয়া বাংলাদেশের টেলিকম খাতে আগে থেকেই কাজ করছিল। ফলে ৫জি তাদের আকর্ষণের জায়গায় অবস্থান করে।

এক খন্ড বাংলাদেশ : দিনের শেষ কর্মসূচীটি ছিল বাংলাদেশের একমাত্র তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান রিভ সিস্টেমের স্টল দেখা। বেশ কিছুটা পথ হেঁটে রিভ সিস্টেমের স্টলে গিয়ে এর মালিক স্নেহভাজন রেজাকে পেলাম। রেজা বস্তুত বিশ্ব মোবাইল মেলায় এক খন্ড বাংলাদেশ। অন্যরা যখন দল বেঁধে প্যাভিলিয়ন তৈরি করে তখন আমাদের কেবল রিভ সিস্টেম ছাড়াও আর কাউকেই আমরা পাইনি। রেজা আমাদের তার অভিজ্ঞতার বিবরণ দিলেন। খুশির খবর হলো, এই মেলা থেকে তারা সারা বিশ্বে গ্রাহক সংগ্রহ করতে পারে। ‘১৮ সালের অভিজ্ঞতাও চমৎকার জানিয়ে রেজা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারল বলে গর্বিত সেই কথাটি জানালো। রিভ সিস্টেম বাংলাদেশের তথ্যপ্রযুক্তির সফলতার এক বিশাল দৃষ্টান্ত। বিশ্বের অনেক মোবাইল অপারেটর তাদের সফটওয়্যার ব্যবহার করে। তাদেরই আছে এ্যান্টি ভাইরাস সফটওয়্যার। আমরা জানি যে, আয়ারল্যান্ডের পুলিশ রিভ এ্যান্টি ভাইরাস সফটওয়্যার ব্যবহার করে। রেজাকে বুকে নিয়ে ধন্যবাদ দিয়ে আমরা মেলা ছেড়ে হোটেলের পথে রওয়ানা দিই।

প্রাসঙ্গিকভাবে এই কথাটিও বলা দরকার যে, আমাদের প্রতিনিধি দলটি ছাড়াও তথ্যপ্রযুক্তি বিভাগের একটি প্রতিনিধি দল বিশ্ব মোবাইল কংগ্রেসে যোগ দিয়েছিল। তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলকের নেতৃত্বে সফররত প্রতিনিধি দলটিকে আমরা মেলায় ২/১ বার দেখেছি। তবে একবার তথ্যপ্রযুক্তি সচিবকে আলোচনায় পাওয়া ছাড়া তাদের কর্মসূচীগুলো আলাদাই ছিল। আমাদের দলটির একটি বড় আকাক্সক্ষা ছিল বাঙালী খাবার খাওয়ার। আমাদের সেই স্বপ্নও পূরণ হয়েছিল। বাংলাদেশের বাঙালীদের হোটেলেই আমাদের খানাপিনা হয়েছে।
অবাক করার বিষয় ছিল মেলার ব্যবস্থাপনা। এত বিপুলসংখ্যক মানুষের ব্যবস্থাপনা চিহ্নিত করার মতো কোন ত্রুটি আমরা খুঁজে পাইনি। ভিভিআইপি গাড়ি পার্কিং হোক আর চেক ইন হোক, কিংবা হোক চা-কফির ব্যবস্থা কোথাও কোন খুত খুঁজে পাইনি।

গাউডির গির্জা : বার্সিলোনা অবস্থানকালে আমাদের একমাত্র দর্শণীয় স্থান ছিল এ্যান্থনি গাউডির গির্জা। সাগ্রাডা ফেমিলিয়া নামে গির্জাটি পরিচিত। এটি এখন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য অঞ্চল। গির্জাটির স্থাপত্য নক্সা করেছিলেন কাতালোনিয়ান স্থপতি এ্যান্থনি গাউডি। (১৮৫২-১৯২৬)
১৮৮২ সালে ফ্রান্সিসকো ডি পলা দেল ভিলার নেতৃত্বে গির্জার নির্মাণ কাজ শুরু হয়। তবে ১৮৮৩ সালেই গাউডি এর প্রধান স্থপতির দায়িত্ব গ্রহণ করেন। গির্জার নির্মাণ কাজ কেবল ব্যক্তিগত দানে চলতে থাকে। স্পেন যুদ্ধে এটি ক্ষতিগ্রস্ত হয়। ১৯৩৬ সালে বিদ্রোহীরা এতে আগুন লাগিয়ে দেয়। সেই আগুনের ক্ষত মেরামত করতে ১৬ বছর সময় লেগে যায়। বলা হয়ে থাকে যে, ২০১০ সালে গির্জার অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে এবং ২৬ সাল নাগাদ এর কাজ শেষ হবে। ২৬ সালে গাউডির মৃত্যুর শতবর্ষ পালিত হবে। গির্জাটি দেখতে পারা একজন সৃজনশীল মানুষের জন্য এক বিশাল পাওনা। শিল্প সাহিত্য ও সংস্কৃতির পাশাপাশি স্থাপত্য বিদ্যার এমন অপূর্ব সমন্বয় দুনিয়ার আর কোথাও আছে কি-না তাতে সন্দেহ আছে। আমার নিজের কাছে মনে হয়েছে এমন একটি অভূতপূর্ব সৃষ্টি আমি আর কখনও দেখিনি। তখন অবশ্য বারবার আমার মনে হয়েছে ছোট মেয়ে তন্বীর কথা। সে স্থাপত্য বিদ্যায় সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করেছে। তার দেখা উচিত ছিল এই অসাধারণ স্থাপত্যটি। এটি দেখার জন্য দল বেঁধে মানুষ আসে। কাকতালীয় হলেও এটি অদ্ভুত যে আগন্তুকদের বেশির ভাগই তরুণ-তরুণী। কেউ বার্সিলোনা গেলে গাউডির গির্জা না দেখে আসবেন না। আমি নিশ্চিত দুনিয়ার আর কোথাও এর কোন বিকল্প নেই।

পরদিন আমরা বার্সিলোনা ছেড়ে আসি। মাত্র কয়েকটি দিনের ব্যস্ততম কর্মকা-, অভাবনীয় মতবিনিময়, জ্ঞানবিনিময় এবং নিজের চোখে বিশ্বের নবীনতম প্রযুক্তি দেখার পুরা বিষয়টাই ছিল স্মরণীয়। আমার জন্য পুরো বিষয়টিই ছিল ভাবনারও অতীত। এত অল্প সময়ে এত গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে মতবিনিময় করার চাইতেও চোখের সামনে দেখতে পাওয়া যে রোবট কেমন করে সরাসরি কাজে লাগে বা উচ্চ গতির ইন্টারনেট মানুষের জন্য কতভাবে সেবা দিতে পারে কিংবা কেমন করে কৃত্রিম বুদ্ধিমত্তাকে জনকল্যাণে ব্যবহার করা যায় তা আর যাই হোক ঘরে বসে ইন্টারনেট ঘেটে আয়ত্ত করা যায় না।

বার্সিলোনার সেই স্মৃতি বহুদিন অমলিন থাকবে কেবল মোবাইল বিশ্ব কংগ্রেসের জন্য নয়, বরং গাউডির গির্জা এবং পরিচ্ছন্ন, অপরূপা এক নগরীর স্মৃতিগুলো। যদিও শহরটির কোন কিছুই দেখার সুযোগ আমাদের হয়নি তথাপি যে এল প্যালেস হোটেলটিতে ছিলাম তার অসাধারণ আতিথেয়তা এবং কাতালোনিয়াবাসীর মার্জিত, অমায়িক আচরণ মনে রাখতেই হবে। সেবারই স্থির করেছিলাম যে, এর পরের বারও আবার আসব বার্সিলোনার বিশ্ব মোবাইল কংগ্রেস দেখতে। কারণ, সঠিকভাবেই ধারণা করেছিলাম, পরের বছর প্রযুক্তির পূর্ণতা আরও সমৃদ্ধ হবে। বস্তুত, সেটাই দেখেছি ‘১৯ সালে।
ঢাকা, ২৫ জুলাই ‘১৮, সর্বশেষ আপডেট ২৫ আগস্ট ‘১৯

লেখক : মোস্তাফা জব্বার
তথ্যপ্রযুক্তিবিদ, কলামিস্ট, দেশের প্রথম ডিজিটাল নিউজ সার্ভিস আবাসের চেয়ারম্যান, সাংবাদিক, বিজয় কী-বোর্ড ও সফটওয়্যারের জনক

সূত্রঃ জনকণ্ঠ



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ডিজিটাল ফিন্যান্সিয়াল লিটারেসি নিয়ে টেন মিনিট স্কুল ও বিকাশের উদ্যোগ
কনজিউমার প্রোটেকশন অ্যাওয়ার্ড অর্জন করেছে অপো বাংলাদেশ
মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্সে শিক্ষাবৃত্তি দিচ্ছে বিকাশ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৪ হাজার শিক্ষার্থী পেল নতুন ল্যাপটপ
এনাবলার অব এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো মাস্টারকার্ড
জাইকার সহযোগিতায় বি-জেট ও বি-মিট প্রোগ্রামের সমাপনী প্রতিবেদন প্রকাশ
দ্বিপাক্ষিক ব্যবসা সম্প্রসারণে ‘বেসিস জাপান ডে ২০২৪’
এআই অলিম্পিয়াডের বৈজ্ঞানিক কমিটির সদস্য হলেন বাংলাদেশের অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন
সিআইপি সম্মাননা পেলেন উল্কাসেমির সিইও মোহাম্মদ এনায়েতুর রহমান
রিয়েলমি সি৭৫ পানির নিচে সচল থাকবে ১০ দিন