সর্বশেষ সংবাদ
ঢাকা, জানুয়ারী ২৪, ২০২৫, ১০ মাঘ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ২৬ আগস্ট ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » রেডিও ফ্রিকোয়েন্সি সীমা পার করার অভিযোগে অ্যাপল ও স্যামসাং এর বিরুদ্ধে মামলা
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » রেডিও ফ্রিকোয়েন্সি সীমা পার করার অভিযোগে অ্যাপল ও স্যামসাং এর বিরুদ্ধে মামলা
৮৪৩ বার পঠিত
সোমবার ● ২৬ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রেডিও ফ্রিকোয়েন্সি সীমা পার করার অভিযোগে অ্যাপল ও স্যামসাং এর বিরুদ্ধে মামলা

প্রতিকী ছবি
স্মার্টফোনের রেডিও ফ্রিকোয়েন্সি নির্গমন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্লাস অ্যাকশন মামলার মুখে পড়েছে অ্যাপল এবং স্যামসাং।

নরদার্ন ডিসট্রিক্ট অফ ক্যালিফোর্নিয়ার মার্কিন ডিসট্রিক্ট কোর্টে মামলাটি করা হয়েছে। মামলায় বলা হয়, অ্যাপল এবং স্যামসাংয়ের স্মার্টফোন “ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)-এর বৈধ রেডিও ফ্রিকোয়েন্সি সীমা পার করছে।”
‘ক্লাস-অ্যাকশন’ হল এমন এক মামলা যেখানে বাদীপক্ষ একজন হলেও তিনি একই ধরনের ঘটনার শিকার অনেকের প্রতিনিধিত্ব করেন ও মামলার রায় ভুক্তভোগী সবার জন্যই প্রযোজ্য হয়।
আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, মামলায় আইফোন ৭ প্লাস, আইফোন ৮, আইফোন X এবং স্যামসাংয়ের গ্যালাক্সি এস৮ ও গ্যালাক্সি নোট ৮-এর কথা উল্লেখ করা হয়েছে।

শিকাগো ট্রিবিউনের ভিন্ন এক তদন্তে দেখা গেছে, “আইফোন ৭ থেকে যে পরিমাণ রেডিও ফ্রিকোয়েন্সি বের হয় তা নিরাপদ সীমার চেয়ে অনেক বেশি এবং অ্যাপল নিজেদের পরীক্ষার পর ফেডারেল নীতিনির্ধারকদের কাছে যে রেডিও ফ্রিকোয়েন্সি থাকার দাবি করেছে তার তুলনায় প্রায় দ্বিগুণ।”
মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে, “সাম্প্রতিক সময়ে শত শত বিজ্ঞানীর বৈজ্ঞানিক প্রকাশনায় বলে হয়েছে আরএফ রেডিয়েশন জীবের ওপর অনেক বেশি প্রভাব ফেলে যা আন্তর্জাতিক এবং রাষ্ট্রীয় নীতিমালার বাইরে।”
“এর প্রভাবে ক্যান্সারের ঝুঁকিসহ বেশ কিছু শারীরিক ক্ষতি হতে পারে।”

সেলফোনের সর্বোচ্চ স্পেসিফিক অ্যাবজর্পশন রেট (সার) নিয়ে কিছু দ্বিধাও রয়েছে। এফসিসি’র নীতিমালা অনুসারে মোবাইল ফোন বা অন্যান্য উৎস থেকে সর্বোচ্চ যে পরিমাণ রেডিও ফ্রিকোয়েন্সি মানব দেহে আসে তাকে বলা হয় সার।
এফসিসি বলছে, “অনেকের ভুল ধারণা আছে যে কম সার ইউনিটের সেলফোন ব্যবহারে আরএফ নির্গমন কম হয় বা এগুলো বেশি নিরাপদ।”
এফসিসি’র নীতিমালা অনুসারে রেডিও ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে গড়ে এক গ্রাম টিস্যুতে প্রতি কেজিতে ১.৬ ওয়াটে নিরাপত্তা সীমা দেওয়া হয়েছে।

আগে আইফোনে স্পেসিফিক অ্যাবজরপশন রেটের তথ্য জানাতো অ্যাপল। আইফোন ৭ থেকে এই তথ্য দেওয়া হচ্ছে না বলে দাবি করা হয়েছে।
অন্যদিকে অ্যাপলের দাবি “আইফোন ৭সহ সব আইফোন মডেল পুরোপুরিভাবে এফসিসি অনুমোদিত এবং অন্যান্য যেসব দেশে যেখানে আইফোন বিক্রি হয় সেখানেও নীতিমালা মেনে তৈরি।”
বিষয়টি নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি স্যামসাং।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
পাঠাও-এর এইম ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৫ শুরু
আনলিমিটেড ইন্টারনেট সহ বাংলালিংকের ওয়াইফাই সেবা
এআই-ভিত্তিক গ্রাহক অভিজ্ঞতা সমৃদ্ধ করতে গ্রামীণফোন ও এরিকসন এর চুক্তি
সাইবার সুরক্ষা অধ্যাদেশ: বিতর্কিত ৯টি ধারা বাতিল
বাংলাদেশে আইস ওয়ার্পের সুরক্ষিত ইমেইল সেবা দিচ্ছে স্মার্ট টেকনোলজিস
ওয়াদা’র সাথে অনার এর অংশীদারিত্ব
বাক্কো সদস্যদের জন্য ‘গভর্নমেন্ট প্রকিউরমেন্ট সিস্টেম ফর সার্ভিসেস’ কর্মশালা অনুষ্ঠিত
‘ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নারীর প্রতি সহিংসতা রোধে করনীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
২৬তম অন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১০টি পদক পেল বাংলাদেশ
এশিয়ান সুডোকু চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অংশগ্রহন