সোমবার ● ১৮ জুন ২০১২
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » নতুন এইচপি এনভি আলট্রাবুক
নতুন এইচপি এনভি আলট্রাবুক
এইচপি বাংলাদেশ তাদের নতুন এইচপি এনভি আলট্রাবুক এর বাজারজাত শুরু করেছে। সম্প্রতি ঢাকার স্থানীয় একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন ঘোষনা করা হয়। অনুষ্ঠানে এনভি৪-১০১৪টিএক্স, এনভি৬-১০০৩টিইউ, এনভি৬-১০১১টিএক্স, এনভি১৪-৩০১৩টিইউ স্পেকট্রা ও এনভি১৫-৩০১৪টিএক্স এই ৫টি মডেল বাজারজাত করার ঘোষনা দেয়া হয়।
অনুষ্ঠানে জানানো হয়, এইচপি এনভি আলট্রাবুক গতানুগতিক পিসির চাইতে বেশি কিছু। এতে স্মার্ট, অভিজাত ও আকর্ষণীয় ডিজাইনের সাথে যুক্ত হয়েছে অত্যধুনিক প্রযুক্তি। যারা স্ব স্ব ক্ষেত্রে সফল ও প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও আরও কিছু করতে চান, এইচপি এনভি তাদের জন্যেই।
অনুষ্ঠানে এইচপি বাংলাদেশের কান্ট্রি বিজনেস ম্যানেজার ইমরুল হোসেন ভূঁইয়া সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এইচপি’র অগ্রযাত্রা এবং এনভি নিয়ে তার ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। এইচপি’র প্রিন্টিং এন্ড পারসোন্যাল সিস্টেম এর জেনারেল ম্যানেজার অং সু স্যান তার বক্তব্যে বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বাংলাদেশের প্রযুক্তির দ্রুত ক্রমোন্নয়নের কথা বলেন। তিনি আরও বলেন এমন প্রযুক্তি নির্ভর দ্রুত পরিবর্তনশীল লাইফস্টাইলের জন্য নতুন অত্যাধুনিক এইচপি এনভি আলট্রাবুক হতে পারে মানানসই পছন্দ।
এনভি প্রিমিয়াম নোটবুক: এইচপি আলট্রা বুক ক্যাটাগরির সর্বাধুনিক সংযোজন নিখুঁত জ্যামিতিক ডিজাইন সম্বলিত এইচপি এনভি-এর মূল বৈশিষ্ট হচ্ছে এর কারিগরি নৈপুন্য ও ডিজাইন শৈলী। এতে রয়েছে রাউন্ড-এজ মেটালিক চ্যাসিস, রাজসিক কালো ও রূপালী রঙ-এর ফিনিশিং আর স্টাইলিশ ডিটেইলিং।
ব্যবহারকারীদের ব্যবহার সন্তুষ্টির কথা চিন্তা করে, এনভি নিয়ে এসেছে এইচপি র্যাডিয়ান ব্যাক-লিট কীবোর্ড যার প্রতিটি কী-ক্যাপ এ রয়েছে এলইডি লাইট। এ কীবোর্ডে আরও রয়েছে অত্যাধুনিক ‘প্রক্সিমিটি সেন্সর’ যার ফলে ব্যবহারকারী কাছে এলে এর এলইডিগুলো জ্বলে ওঠে আর ব্যবহারকারী দূরে সরে গেলে নিজ থেকেই নিভে যায়।