বৃহস্পতিবার ● ২২ আগস্ট ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » জিমেইলে বানান সংশোধন করবে এআই
জিমেইলে বানান সংশোধন করবে এআই
অনেকেই ইংরেজিতে মেইল পাঠাতে গিয়ে প্রচুর বানান ভুল করেন। তাদের সাহায্যে এবার এগিয়ে এল গুগল। গুগল ডকসে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত বানান সংশোধন সুবিধাটি এবার জিমেইলেও যুক্ত করা হচ্ছে। জিস্যুইট ব্যবহারকারীদের জন্য সাধারণ ভুল বানান স্বয়ংক্রিয়ভাবে ঠিক করে দেবে গুগল। জিমেইলে বার্তা লেখার সময় তাই বানান ভুল নিয়ে দুশ্চিন্তা করতে হবে না।
তবে মেইল টাইপ করার সময় কৃত্রিম বুদ্ধিমত্তা সবকিছু ঠিকঠাক করে দেবে ভাবলে ভুল হবে। মেইল লেখার সময় অনেক সময় টাইপ করতে গিয়ে যেসব প্রচলিত ভুল হয় তা ধরিয়ে দেবে এ প্রযুক্তি। এ ছাড়া ব্যাকরণগত ভুল থাকলেও তা ঠিক করার জন্য পরামর্শ দেবে। এ ছাড়া কোনো শব্দ নিয়ে বিভ্রান্তি থাকলেও সে বিষয়টি ঠিক করে দেবে।
জিমেইলের ফিচারটির ব্যবহার বাধ্যতামূলক নয়। ব্যবহারকারী ‘অটো কারেক্ট’ অপশনটি চাইলে এটি বন্ধ রাখতে পারবেন। সেপ্টেম্বর নাগাদ এ সুবিধাটি চালু হয়ে যেতে পারে।