বৃহস্পতিবার ● ২২ আগস্ট ২০১৯
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » জাতীয় ডেটা সেন্টারকে সাইবার হামলা থেকে সুরক্ষায় একনেকে প্রকল্প পাস
জাতীয় ডেটা সেন্টারকে সাইবার হামলা থেকে সুরক্ষায় একনেকে প্রকল্প পাস
জাতীয় ডেটা সেন্টারে রক্ষিত গুরুত্বপূর্ণ সরকারি তথ্য ভাণ্ডারকে সাইবার আক্রমণ থেকে রক্ষা করতে একটি প্রকল্প অনুমোদন করেছেন সরকার।
মঙ্গলবার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এ তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বিজিডি ই-জিওভি সিআইআরটি এর সক্ষমতা বৃদ্ধি‘ শীর্ষক একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
“জাতীয় তথ্য ভাণ্ডার শক্তিশালী করার পাশাপাশি তথ্য ভাণ্ডারকে সাইবার আক্রমণ থেকে রক্ষা করার জন্যই সরকার এ প্রকল্পটি অনুমোদন দিয়েছে। এতে ব্যয় হবে প্রায় ১৪৭ কোটি টাকা।”
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে স্থাপিত বাংলাদেশ গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপনস টিম বা ‘বিজিডি ই-জিওভি সিআইআরটি’কে শক্তিশালী করতে এই প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এছাড়া এ প্রকল্প সরকারের গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি অবকাঠামো ‘ক্রিটিকাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচারকে’ সাইবার ঝুঁকির বিষয়ে সতর্ক করার পাশাপাশি রক্ষাও করবে।