![ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |](https://www.dailyictnews.com/cloud/archives/fileman/ICT-NEWS-LOGO-2024-55px.png)
মঙ্গলবার ● ২০ আগস্ট ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » মোবাইলের আইকিউ টেস্টে সিরি ও অ্যালেক্সার চেয়ে এগিয়ে গুগল অ্যাসিস্ট্যান্ট
মোবাইলের আইকিউ টেস্টে সিরি ও অ্যালেক্সার চেয়ে এগিয়ে গুগল অ্যাসিস্ট্যান্ট
মোবাইলের আইকিউ টেস্টে সঠিক উত্তর দিয়ে অ্যাপলের সিরি, অ্যামাজনের অ্যালেক্সাকে আবারও পরাজিত করেছে গুগলের গুগল অ্যাসিস্ট্যান্ট।
গবেষণা প্রতিষ্ঠান ড্রাইভেন ভেঞ্চার ক্যাপিটালের বার্ষিক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। জানা যায়, গুগল অ্যাসিস্ট্যান্ট প্রতিটি একক কোয়েরি বোঝে এবং অন্যদের তুলনায় ৯২ দশমিক ৯ শতাংশের সঠিক উত্তর দেয়।
এই গবেষণা প্রতিষ্ঠানটি গুগল অ্যাসিস্ট্যান্ট, সিরি ও অ্যালেক্সাকে ৮০০ প্রশ্ন করে। যার মধ্যে সবচেয়ে বেশি সঠিক উত্তর দিয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট। ৮৩ শতাংশ সঠিক উত্তর দিয়েছে সিরি। অ্যালেক্সা ৮০ ও গুগল অ্যাসিস্ট্যান্ট ৯৩ শতাংশ সঠিক উত্তর দিয়েছে।
ভারতীয় গণমাধ্যম আইএএনএস’র প্রতিবেদন থেকে জানা যায়, এর আগে ২০১৮ সালে গুগল অ্যাসিস্ট্যান্ট ৮৬ শতাংশ সঠিক উত্তর দিয়েছিল। তখন সিরি ৭৯ ও আলেক্সা ৬১ শতাংশ সঠিক উত্তর দিয়েছিল।
এই গবেষণায় মাইক্রোসফট’র কর্টনাকে বাদ দেওয়া হয়েছে। কারণ হিসেবে প্রতিষ্ঠানটি বলছে,মাইক্রোসফট কর্টানার বিষয়ে কৌশলগত অবস্থানের কারণে এটা করা হয়েছে।