মঙ্গলবার ● ২০ আগস্ট ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » পাকিস্তানের ২০০ অ্যাকাউন্ট সাসপেন্ড করলো টুইটার
পাকিস্তানের ২০০ অ্যাকাউন্ট সাসপেন্ড করলো টুইটার
কাশ্মীর নিয়ে আপত্তিকর এবং উস্কানিমূলক টুইট করায় পাকিস্তানের ২০০টি অ্যাকাউন্ট সাসপেন্ড করেছে টুইটার।
ভারতের অভিযোগের ভিত্তিতে কাশ্মীর ইস্যুতে উস্কানিমূলক, বিভ্রান্তিকর তথ্য টুইট করা হচ্ছে এমন ৭-৮টি অ্যাকাউন্ট চিহ্নিত করে প্রথমে সেগুলো সাসপেন্ড করে টুইটার। পরে একই কারণে পাকিস্তানের ২০০টি টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়।
সাসপেন্ড হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে পাকিস্তানের সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও একাধিক সমাজকর্মীদের অ্যাকাউন্ট রয়েছে।
#StopSuspendingPakistanis হ্যাশট্যাগকে সামনে রেখে টুইটারের এ পদক্ষেপের বিরোধিতা করেছে পাকিস্তানের অসংখ্য মানুষ।
পাকিস্তানের ‘ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস’র মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গাফুর জানান, এই টুইটার অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়ায় খুবই সমস্যা হচ্ছে। টুইটারের এ পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। টুইটারের আঞ্চলিক অফিসে পাকিস্তানের টেলিকমিউনিকেশন অথরিটি (PTA) ইতোমধ্যে এ বিষয়ে একটি অভিযোগ জানিয়েছে।
যদিও ২০০টি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার বিষয়ে টুইটার কর্তৃপক্ষ কোনো বিবৃতি দেয়নি।